ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আন্তর্জাতিক ফুটবল থেকে নয়ারের অবসর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৪
আন্তর্জাতিক ফুটবল থেকে নয়ারের অবসর

ইউরোর পর জাতীয় দল থেকে বেশ কয়েকজন জার্মান ফুটবলার অবসর নেন। দুদিন আগে সেই তালিকায় ‍যুক্ত হলেন ইলকাই গুন্দোয়ানও।

এবার একই পথে হাঁটলেন মানুয়েল নয়ার। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের বিষয়টি জানান এই গোলরক্ষক।

নয়ার বলেন, ‘আজ জার্মান জাতীয় ফুটবল দলে আমার ক্যারিয়ারের ইতি টানছি। যারা আমাকে চেনে, তারা জানে যে, এই সিদ্ধান্ত আমি হালকাভাবে নিইনি। আমি শারীরিকভাবে খুব ভালো বোধ করছি…তবুও এই সিদ্ধান্তে পৌঁছেছি যে, জাতীয় দলে আমার অধ্যায় শেষ করার এখনই সঠিক সময়। ’

২০০৯ সালে জার্মানির হয়ে অভিষেক হয় নয়ারের। এরপর ২০১৪ সালে বড় অবদান রেখে জেতেন বিশ্বকাপ। সেবার টুর্নামেন্ট সেরা গোলরক্ষকের পুরস্কারও পান তিনি। সবমিলিয়ে জাতীয় দলের জার্সিতে ১২৪ ম্যাচ খেলেছেন বায়ার্ন মিউনিখের এই অধিনায়ক।  

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।