ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ইউনাইটেডকে বিধ্বস্ত করল লিভারপুল

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২৪
ইউনাইটেডকে বিধ্বস্ত করল লিভারপুল

নিজেদের ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে খেলা। স্বাগতিক দর্শকদের সমর্থন তো ছিলই।

কিন্তু মাঠের খেলায় রীতিমতো দুঃস্বপ্নের রাত পার করল ম্যানচেস্টার ইউনাইটেড। তাদের বিধ্বস্ত করে ফিরলো লিভারপুল।

প্রিমিয়ার লিগের ম্যাচে গতকাল লিভারপুলের কাছে ৩-০ গোলে হেরেছে ইউনাইটেড। লিগে এটি রেড ডেভিলদের টানা দ্বিতীয় হার। আগের ম্যাচে তারা হেরেছে ২-১ গোলে।  

এরিক টেন হাগের দলকে মৌসুম শুরুর আগেও একবার প্রীতি ম্যাচে ৩-০ গোল হারিয়েছিল লিভারপুল। সেই একই ব্যবধান তারা ধরে রাখলো মূল লড়াইয়েও। তবে এবারের হারের দায় অনেকটাই ইউনাইটেডের ব্রাজিলিয়ান তারকা কাসেমিরোর। ডিফেন্সিভ মিডফিল্ডার দুটি মারাত্মক ভুল করেছেন, যার ফায়দা তুলে নিয়েছে লিভারপুল।

মূলত কাসেমিরোর ভুলকে কাজে লাগিয়েছেন অলরেডদের কলম্বিয়ান ফরোয়ার্ড লুইস দিয়াজ। ৩৫তম মিনিটে ভুল পাস দেন কাসেমিরো। সেই ভুল পাস কয়েকজনের পা ঘুরে যায় মোহামেদ সালাহর পায়ে। দিয়াজকে হেডের উদ্দেশে ক্রস করেন লিভারপুলের মিশরীয় তারকা। হেডে গোল করেন দিয়াজ।

দ্বিতীয় গোলটির ক্ষেত্রে কাসেমিরোর চেয়ে দিয়াজের কৃতিত্ব বেশি। কারণ এবার কাসেমিরোর কাছ থেকে বল কেড়ে নেন তিনি। সেই বল তিনি বাড়িয়ে দেন সালাহর দিকে। সালাহ আবার ফিরতি পাস দিলে শট নেন দিয়াস। বাঁ পোস্ট বরাবর কোনাকুনি শট ঠেকাতে পারেননি ইউনাইটেড গোলরক্ষক আন্দে ওনানা।

২-০ গোলে বিরতিতে যায় দুই দল। বিরতি শেষে কাসেমিরোকে মাঠ থেকে তুলে নেন ইউনাইটেডের কোচ টেন হাগ। তবে তাতেও লাভ হয়নি স্বাগতিকদের। ৫৬তম মিনিটে তৃতীয় গোল হজম করে বসে তারা। এবার গোল করেন সালাহ। আর কোনো গোল না হলে ৩-০ ব্যবধানে জয় পায় লিভারপুল। লিগে এটি টানা তৃতীয় জয় কোচ আর্নেট স্লটের দলের।

একই রাতে নিজেদের মাঠে হোঁচট খেয়েছে চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে ব্লুজরা ১-১ গোলে ড্র করেছে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে। জিততে পারেনি টটেনহামও। নিজেদের মাঠে নিউক্যাসল ২-১ গোলে হারিয়ে দিয়েছে স্পার্সদের।  

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।