ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

বিবর্ণ ব্রাজিলকে হারিয়ে প্যারাগুয়ের উচ্ছ্বাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৪
বিবর্ণ ব্রাজিলকে হারিয়ে প্যারাগুয়ের উচ্ছ্বাস

ম্যাচজুড়ে বিবর্ণ ফুটবল দেখা গেল ব্রাজিলের। প্যারাগুয়ের বিপক্ষে কেবল বল দখল ছাড়া কোনো অর্জনই ছিল না দলটির।

যে কারণে বিশ্বকাপ বাছাইপর্বে আজ হারতে হয়েছে তাদের। সঙ্গে তাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে ২০২৬ বিশ্বকাপ খেলাও।  

আজ বাংলাদেশ সময় ভোরে শুরু হওয়া ম্যাচে ব্রাজিলকে ১-০ ব্যবধানে হারিয়েছে প্যারাগুয়ে। দলটির হয়ে একমাত্র গোলটি করেন দিয়েগো গোমেস। বাছাইপর্বে সবশেষ পাঁচ ম্যাচের চারটিতেই হেরেছে ব্রাজিল। সবমিলিয়ে ৮ ম্যাচের স্রেফ ৩টিতে জয় পেয়েছে তারা। ১০ পয়েন্ট নিয়ে তাদের বর্তমান অবস্থান টেবিলের পাঁচে।  

ঘরের মাঠে প্যারাগুয়ের শুরুটা হয় দুর্দান্ত। এগিয়ে যেতে খুব বেশি সময় নেয়নি তারা। ২০তম মিনিটে ভুল করে বসে ব্রাজিল। দলটির ডিফেন্ডার গাব্রিয়েলের হেড থেকে বক্সের বাইরে বল পেয়ে যান গোমেস। সেখান থেকে জোরাল শটে লক্ষ্যভেদ করেন ইন্টার মায়ামির এই মিডফিল্ডার। পাঁচ মিনিট পর ঘুরে দাঁড়ানোর আভাস দেয় ব্রাজিল। তবে ভিনিসিয়ুস থেকে পাওয়া আরানার শট ঠেকিয়ে দেন প্যারাগুয়ে ডিফেন্ডার।

বিরতির পর আগের মতোই ছন্দহীন থাকে ব্রাজিল। বল দখলে রাখলেও প্রতিপক্ষে রক্ষণভাগ ভাঙতে পারছিল না তারা। শেষদিকে গিয়ে ভালো একটি সুযোগ পায় সেলেসাওরা। তবে ডি বক্সের বাইরে থেকে উপর দিয়ে বল উড়িয়ে মারেন গেরসন। আর ২০০৮ সালের পর পর প্রথমবার প্যারাগুয়ের বিপক্ষে হারার হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় ব্রাজিলকে।

বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।