ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

মার্তিনেসের বিরুদ্ধে চড় মারার অভিযোগ টিভি ক্যামেরাম্যানের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৪
মার্তিনেসের বিরুদ্ধে চড় মারার অভিযোগ টিভি ক্যামেরাম্যানের

আর্জেন্টিনার কাতার বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক এমিলিয়ানো মার্তিনেস। বিশ্বকাপ ফাইনালে তার হাত ধরেই শিরোপা নিজেদের করেছে দলটি।

কিন্তু পেনাল্টি চলাকালীন এবং ম্যাচ পরবর্তী অশালীন অঙ্গভঙ্গির কারণে সমালোচিত হয়েছেন তিনি। লম্বা সময় পার হলেও এসব কারণে বার বার খবরের শিরোনাম হচ্ছেন অ্যাস্টন ভিলার এই গোলরক্ষক।  

এবার মার্তিনেস খবরের শিরোনাম হয়েছেন এক টিভি ক্যামেরাম্যানকে চড় মারার অভিযোগে। কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে ২-১ ব্যবধানে হারার পর এমন কাণ্ড ঘটান বলে অভিযোগ উঠেছে আর্জেন্টাইন গোলরক্ষকের বিরুদ্ধে। জনি জ্যাকসন নামের ওই ক্যামরামানের অভিযোগ, ম্যাচ শেষে বাঁশি বাজার পর মার্তিনেসের কাছে যাওয়ার পর চড় মারা হয় তাকে।

ওই ক্যামেরাম্যান বলেন, ‘আচমকা তিনি (মার্তিনেস) আমাকে চড় মেরে বসেন। আমার খুব রাগ হচ্ছিল, খুবই রাগ হচ্ছিল। আমি তার মতোই নিজের কাজ করছিলাম। তিনি খেলছিলেন আর আমি আমার ক্যামেরা দিয়ে ভিডিও করছিলাম। ’

তবে এমন কাণ্ডের পরও মার্তিনেসকে বিনয়ের সহিত এগিয়ে যাওয়ার কথা বলেছেন জ্যাকসন। তিনি বলেন, ‘দিবু (মার্তিনেস), আমার ভাই, কেমন আছো? আমি জনি জ্যাকসন, কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের দিন যে ক্যামেরাম্যানকে তুমি আক্রমণ করেছিলে। আমি বলত চাই যে সবকিছু ঠিক আছে, আমার ভাই। সবাই তার জীবনে একটি হলেও ম্যাচ হারে। এই হার তোমার কাছে পরিষ্কারভাবে অনেক কিছু। তবে এগিয়ে যাও, দিবু। ’

এদিকে জ্যাকসনকে চড় মারার অভিযোগে মার্তিনেসকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে কলম্বিয়ার ক্রীড়া সাংবাদিকদের অ্যাসোসিয়েশন-এসিওআরডি। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ‘দেশের সাংবাদিকদের কর্তৃপক্ষ হিসেবে এসিওআরডি চায়, ফিফা যেন এমিলিয়ানো দিবু মার্তিনেসকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়, যিনি নতুন প্রজন্মের জন্য কোনো আদর্শ নন। ’

অবশ্য এই ঘটনা নিয়ে মার্তিনেস, আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন অথবা কনমেবল এখনও কোনো বক্তব্য দেয়নি।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।