ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে পড়ে আহত সৌদি ফুটবলার আইসিইউতে

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৪
অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে পড়ে আহত সৌদি ফুটবলার আইসিইউতে

দুবাইয়ের এক অ্যাপার্টমেন্টে থেকে পড়ে গিয়ে গুরুতর আঘাত পেয়েছেন সৌদি আরব জাতীয় দলের ফুটবলার ফাহাদ আল-মুয়াল্লাদ। অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে (ইনটেনসিভ কেয়ার ইউনিট) রাখা হয়েছে।

এক বিবৃতিতে তার ক্লাব আল-শাবাব দুর্ঘটনার ব্যাপারটি নিশ্চিত করেছে। ওই অ্যাপার্টমেন্টের মালিক সৌদি আরবের জার্সিতে ৭৮ ম্যাচ খেলে ১৭ গোল করা আল-মুয়াল্লাদ নিজেই।

স্থানীয় পুলিশ জানিয়েছে, ৩০ বছর বয়সী আল-মুয়াল্লাদ দুবাইয়ে অবস্থিত ভবনটির দ্বিতীয় তলার বারান্দা থেকে পড়ে যান। ঘটনার তদন্তে নেমেছে দুবাই পুলিশ।

সৌদি প্রো লিগের শীর্ষ ক্লাব আল-ইত্তিহাদে ক্যারিয়ার শুরু করা আল-মুয়াল্লাদ ২০২২ সালে আল-শাবাবে যোগ দেন। মাঝে ২০১৮ সালে ধারে স্প্যানিশ ক্লাব লেফান্তের হয়েও খেলেছেন তিনি। একই বছর রাশিয়ায় বসেছিল ফুটবল বিশ্বকাপের আসর। যেখানে সৌদি আরবের জার্সিতে দুই ম্যাচ খেলেছেন আল-মুয়াল্লাদ।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৪
এমএইচএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।