ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপ/

ভারতের জয়ে সেমিফাইনালে বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৪
ভারতের জয়ে সেমিফাইনালে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে আগের ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ড্র করে সেমিফাইনাল অনিশ্চিত হয়ে পড়েছিল বাংলাদেশের জন্য। তবে আজ বর্তমান চ্যাম্পিয়ন ভারতের জয়ে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে বাংলাদেশের।

 

ভুটানের চ্যাংলিমিথাং স্টেডিয়ামে গ্রুপ পর্বে ভারত ৩-০ গোলে হারিয়েছে মালদ্বীপকে। এই জয়ে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে উঠেছে ভারত। আর মালদ্বীপ ও বাংলাদেশের পয়েন্ট সমান হলেও গোল ব্যাবধানে এগিয়ে থেকে সেমিফাইনালে উঠেছে লাল-সবুজের প্রতিনীধিরা। মালদ্বীপের চেয়ে কম গোল হজম করায় বাংলাদেশ রানার্সআপ হয়ে নকআউট খেলবে।

এর আগে বাংলাদেশ গ্রুপের প্রথম ম্যাচে ০-১ গোলে হেরেছিল। পরের ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ১-১ গোলে ড্র করে তাকিয়ে ছিল ভারতের দিকে। আজ ভারত ২ গোলের ব্যবধানে না জিতলে বাংলাদেশের বদলে মালদ্বীপ সেমিফাইনাল খেলত। ভারত ৩-০ গোলে জেতায় মূলত বাংলাদেশ পরের পর্বে খেলার সুযোগ পাচ্ছে।  

ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল ভারত। ম্যাচটি ১-০ গোলে শেষ হলে কঠিন সমীকরণের সামনে পড়তো বাংলাদেশ ও মালদ্বীপ। দুই দলের পয়েন্ট, হেড টু হেড, গোল ব্যবধান, গোল দেওয়া এবং হজম করা সবই সমান হতো। তখন হলুদ-লাল কার্ডের ভিত্তিতে গ্রুপ রানার্স-আপ নির্ধারিত হতো। এত জটিল কিছু হয়নি ভারত দ্বিতীয়ার্ধে আরো দুই গোল করায়।

আগামী ২৮ সেপ্টেম্বর সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ। প্রতিপক্ষ কে তা এখনও ঠিক হয়নি।

বাংলাদেশ সময়: ২০৫8 ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৪
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।