ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

আলাভেসকে হারিয়ে বার্সার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমাল রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
আলাভেসকে হারিয়ে বার্সার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমাল রিয়াল

ঘরের মাঠে খেলতে নেমেই গোল পেয়ে যায় রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধে আরও একটি গোলের পর দ্বিতীয়ার্ধেও বল জালে পাঠায় তারা।

কিন্তু শেষদিকে ঘুরে দাঁড়ায় দেপোর্তিভো আলাভাসে। দুই মিনিটে দুই গোল করে রোমাঞ্চ ছড়ালেও জিততে পারেনি তারা।  

লা লিগায় গতকাল রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে আলাভেসকে ৩-২ ব্যবধানে হারায় রিয়াল মাদ্রিদ। লুকাস ভাসকেসের গোলে শুরুতে এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ান কিলিয়ান এমবাপ্পে। বিরতির পর রদ্রিগো ব্যবধান আরও বাড়িয়ে নেন। কিন্তু শেষদিকে দুই মিনিটে দুই গোল করে আলাভেসের ব্যবধান কমিয়ে নেন কার্লোস বেনাভিদেস ও কিকে গার্সিয়া।  

ঘরের মাঠে প্রথম মিনিটেই এগিয়ে যায় রিয়াল। সেখান থেকে আসা বল নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে ভাসকেসকে বাড়ান ভিনিসিয়ুস জুনিয়র। বল পেয়ে দারুণ শটে জাল খুঁজে নেন স্প্যানিশ ডিফেন্ডার। গোল পেয়েও থামেনি রিয়াল। আক্রমণ চালাতে থাকে একের পর এক। ৪০তম মিনিটে গিয়ে সুফল পায় তারা। বেলিংহ্যামের সঙ্গে বল দেওয়া নেওয়া করে বক্স থেকে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন এমবাপ্পে।  

বিরতির পর একইভাবে খেলতে থাকে রিয়াল। ৪৮তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে নেন রদ্রিগো। ভাসকেসের পাস থেকে বক্সে বল নিয়ে নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। তিন মিনিট পর সুযোগ পান ভিনি। কিন্তু বক্সে গিয়ে বল হারান প্রতিপক্ষ ডিফেন্ডারের কাছে।

ম্যাচের শেষদিকে মোড় পরিবর্তন করে আলাভেস। ৮৫তম মিনিটে ব্যবধান কমায় তারা। রিয়ালের ভুলে বল পেয়ে দারুণ এক শটে জাল খুঁজে নেন কার্লোস বেনাভিদেস। পরের মিনিটে ব্যবধান আরও কমিয়ে ফেলে ক্লাবটি। আক্রমণে গিয়ে কোনোকুনি শটে বল জালে পাঠান গার্সিয়া। দুই মিনিটের মধ্যে ম্যাচে ফিরলেও শেষ পর্যন্ত আর গোল করা হয়নি আলাভেসের।  

এই জয়ে বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমলো রিয়ালের। ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে তারা। এক ম্যাচ কম খেলা বার্সা ১৮ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।  

বাংলাদেশ সময়: ১০৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৫
আরইউ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।