ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

লিভারপুলের জয়ের রাতে বায়ার্নকে হারাল অ্যাস্টন ভিলা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২৪
লিভারপুলের জয়ের রাতে বায়ার্নকে হারাল অ্যাস্টন ভিলা

ঘরের মাঠে লিভারপুল লড়াইটা করল দারুণ। প্রতিপক্ষকে চাপে রেখে জয় আদায় করে নিল তারা।

অপরদিকে উল্টো অবস্থা বায়ার্ন মিউনিখের। অ্যাস্টন ভিলার বিপক্ষে লড়াই করেও জালে বল পাঠাতে পারেনি। উল্টো শেষদিকের গোলে জয় তুলে নেয় ইংলিশ ক্লাবটি।  

চ্যাম্পিয়ন্স লিগে গতকাল রাতে বোলোনিয়াকে ২-০ ব্যবধানে হারিয়েছে লিভারপুল। শুরতে ক্লাবটিকে আলেক্সিস মাক আলিস্তার এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান মোহামেদ সালাহ। আরেক ম্যাচে বায়ার্ন মিউনিখকে ১-০ ব্যবধানে হারিয়েছে অ্যাস্টন ভিলা। শেষদিকে একমাত্র গোলটি করেন জন দুরান।  

অ্যানফিল্ডের লিভারপুলের শুরুটা হয় দারুণ। একাদশ মিনিটে সালাহ থেকে পাওয়া পাস সহজেই জালে পাঠান মাক আলিস্তার। চ্যাম্পিয়ন্স লিগে এটাই প্রথম গোল তার। প্রথমার্ধে আধিপত্য বজায় রাখলেও আর গোল পায়নি তারা। বিরতির পর ৭৫তম মিনিটে গোল পান আগের গোলে অ্যাসিস্ট করা সালাহ। দমিনিক সোবোসলাইয়ের কাছ থেকে আসা বল বাঁ পায়ের শটে জালে পাঠান তিনি।

আরেক ম্যাচে শুরু থেকেই লড়াই চালিয়ে যায় বায়ার্ন। তবে প্রতিপক্ষের মাঠে রক্ষণদেয়াল ভাঙতে পারছিল না তারা। প্রথমার্ধ শেষে বিরতির পরও একই হাল হয় তাদের। অবশেষে ৭৯তম মিনিটে ভাঙে ডেডলক। তবে বায়ার্ন নয় অ্যাস্টন ভিলার বদলি হয়ে নামা দুরান। সতীর্থের থ্রু পাস ধরে একজনকে কাটিয়ে জাল খুঁজে নেন তিনি। তার এই গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।