বাফুফে নির্বাচনকে সামনে রেখে আজ সভাপতি পদে নমিনেশন ফরম নিয়েছেন দুই জন। একজন তাবিথ আউয়াল।
হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, জনির মত খেলোয়াড় তৈরির নেপথ্য কারিগর এই মিজান। ফুটবল পাগল এই মানুষটাকে এলাকায় ‘ফুটবল পাগল মিজান’ নামেই চেনে। দিনাজপুরের সম্ভ্রান্ত পরিবারের ৭০ বছর বয়সী এই সংগঠক ফুটবলের উন্নয়নের অভিপ্রায় নিয়েই ফুটবল ফেডারেশনে আসতে চান।
আজ প্রতিনিধি মারফত সভাপতি পদে নমিনেশন সংগ্রহ করেছেন। বাফুফের নির্বাচনে কাউন্সিলর না হলেও নির্বাচন করা যায়। তবে দুইজন কাউন্সিলরের সমর্থন লাগে। এখনো তার সমর্থনে কারা থাকবেন সেটি নিশ্চিত নয়।
বাফুফে নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন কিনে চমক দেয়া নতুন কিছু নয়। ২০১৬ সালে টঙ্গী ক্রীড়া চক্রের নুরুল ইসলাম নুরু মনোনয়ন ফরম সংগ্রহ করে চমক দিয়েছিলেন ৷ আট বছর পর মিজানুর রহমানের সভাপতি পদে মনোনয়ন অনেকটা সেই রকমই।
বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৪
এআর/আরইউ