ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ফুটবল

শেষ ভোটগ্রহণ, আসেননি তরফদার

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪
শেষ ভোটগ্রহণ, আসেননি তরফদার

বাফুফে নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে গণনা। এজিএমের পর দুপুর ২টা থেকে শুরু হয় ভোটগ্রহণ।

যা শেষ হয় সন্ধ্যা ৬টায়। ১৩৩ জন কাউন্সিলরদের মধ্যে ভোট দেননি পাঁচজন। এদের মধ্যে অন্যতম তরফদার রুহুল আমিন।  

নির্বাচনে ২১ পদের বিপরীতে প্রার্থী সংখ্যা ৪৬ জন। সভাপতি পদে লড়াই করছেন তাবিথ আউয়াল ও এ এফ এম মিজানুর রহমান। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ইমরুল হাসান।  

এদিকে এই নির্বাচনের মধ্য দিয়ে বাফুফতে শেষ হলো কাজী সালাউদ্দিন অধ্যায়। টানা ১৬ বছর সভাপতির চেয়ারে ছিলেন কিংবদন্তি এই ফুটবলার। এবার নির্বাচনে না দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪
এএইচএস/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।