ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

দুই সাবেক কোচকে ম্যাচসেরার পুরস্কার উৎসর্গ তহুরার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
দুই সাবেক কোচকে ম্যাচসেরার পুরস্কার উৎসর্গ তহুরার

সাবেক কোচদের নিয়ে সেমিফাইনালের আগে বিস্ফোরক মন্তব্য করেছিলেন বাংলাদেশের কোচ পিটার বাটলার। এবার ফাইনালে উঠে ম্যাচসেরার পুরস্কার সাবেক দুই কোচ গোলাম রাব্বানী ছোটন ও মফিজ উদ্দিনকে উৎসর্গ করলেন তহুরা খাতুন।

সেমিতে ভুটানকে ৭-১ গোলে হারানোর ম্যাচে হ্যাটট্রিক করেন এই ফরোয়ার্ড।

এর আগে গ্রুপ পর্বের শেষ ম্যাচেও সেরা খেলোয়াড় হয়েছিলেন তহুরা। জোড়া গোল করে ম্যাচসেরার পুরস্কার অকালপ্রয়াত বন্ধু সাবিনা খাতুনকে উৎসর্গ করেছিলেন তিনি।

আজ ম্যাচশেষে তহুরা বলেন, ‘আমার ট্রফিটা সাবেক কোচ ছোটন স্যার (জাতীয় দলের সাবেক কোচ গোলাম রব্বানী) এবং যে জায়গা থেকে উঠে এসেছিলাম, সেই কলসিন্দুরের মফিজ স্যারকে (মফিজ উদ্দিন) উৎসর্গ করছি। আমার দুই প্রিয় কোচকে ট্রফিটা উৎসর্গ করতে পেরে ভালো লাগছে। ’

ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক নিয়ে তহুরা বলেছেন, ‘এরকম তো আর কেউ ভেবে মাঠে নামে না। প্রথম থেকে চেষ্টা ছিল যেহেতু ওপরে খেলি সুযোগ পেলে যাতে মিস না হয়। ঠান্ডা মাথায় যেন ফিনিশ করতে পারি। সেই চেষ্টা ছিল। ’

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।