ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ফুটবল

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ

আফগানিস্তানের কাছে হেরে বিদায় বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
আফগানিস্তানের কাছে হেরে বিদায় বাংলাদেশের

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের মূল পর্বে খেলার সম্ভাবনা জাগিয়ে তুলেছিল বাংলাদেশ দল। আজ আফগানিস্তানের বিপক্ষে জিততে পারলে সম্ভাবনা আরও উজ্জ্বল হতো।

তবেএগিয়ে গিয়েও সেই ম্যাচে ৩-২ ব্যবধানে হারতে হয়েছে বাংলাদেশকে।

নমপেনে আজ জয় পেতে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। ম্যাচের ষষ্ঠ মিনিটেই লিড পেয়েছিল কোচ সাইফুল বারি টিটুর শিষ্যরা। বাংলাদেশকে গোল এনে দেন মিঠু চৌধুরী। তবে ব্যবধানটা বেশিক্ষণ ধরে রাখা যায়নি। ২৯ মিনিটে দূরপাল্লার দারুণ এক শটে আফগানিস্তানকে ম্যাচে ফেরান ইয়াসির শাফি। প্রতিপক্ষ সমতায় ফিরলেও বিরতিতে যাওয়ার আগে ঠিকই আবারো লিড নেয় বাংলাদেশ।

প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে গোল করেন মোর্শেদ আলী। অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের নেওয়া কর্নার থেকে সতীর্থ শফিক রহমান তাকে বল দিলে সেটা জালে ফেলতে ভুল করেননি মোর্শেদ। বিরতির পর ব্যবধান ৩-১ করার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে ৫৫ মিনিটে মোহাম্মদ মানিকের নিশ্চিত গোলের হেডটি বাঁচিয়ে দেন আফগান গোলরক্ষক আবদুল রহিম রাসূলি। বিপদ থেকে রক্ষা পাওয়ার ৯ মিনিট পরেই সমতায় ফেরে আফগানিস্তান। ৬৪ মিনিটে আফগানিস্তানকে সমতায় ফেরান মোহাম্মদ মিলাদ নূরি।

নূরির গোলের ৬ মিনিট পর বাংলাদেশের হাত থেকে ম্যাচটাই ছিনিয়ে নেন বদলি নামা আরাশ আহমাদি। ৭০ মিনিটে দলকে জয়সূচক গোল এনে দেন আফগান ফুটবলার। শেষ দিকে বাংলাদেশ অনেক চেষ্টা করেও হার এড়াতে পারেনি। এতে করে গ্রুপ ‘বি’ তে সমান দুই জয়-পরাজয়ের সান্ত্বনা নিয়েই দেশে ফিরতে হচ্ছে বাংলাদেশকে। প্রথম ম্যাচে কম্বোডিয়ার কাছে হেরে টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশ ফিলিপাইন ও ম্যাকাওয়ের বিপক্ষে জয় পেয়েছিল।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, অক্টোবোর ২৭, ২০২৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।