ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সাফজয়ী মেয়েদের ছাদখোলা বাসে সংবর্ধনা দিতে চায় বাফুফে

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
সাফজয়ী মেয়েদের ছাদখোলা বাসে সংবর্ধনা দিতে চায় বাফুফে ফাইল ছবি

টানা দ্বিতীয়বার নারী সাফে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। গত আসরে প্রথমবারের মত শিরোপা জয়ের পর ছাদখোলা বাসে বিরোচীত সংবর্ধনা পেয়েছিলেন সাবিনা-কৃষ্ণারা।

এবারও নেপালকে হারিয়ে শিরোপা ধরে রেখেছে বাংলার বাঘিনীরা। এবারও কি তাদের ছাদ খোলা বাসে সংবর্ধনা দেওয়া হবে? এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে পুরো দেশে।

গত শনিবার (২৬ অক্টোবর) বাফুফেতে এসেছে নতুন সভাপতি। সালাহউদ্দিন যুগের অবসান হয়ে এবার বাফুফের সভাপতি নির্বাচিত হয়েছেন তাবিথ আউয়াল। নারী ফুটবলের এই সফলতা উদযাপন করতে ছাদ খোলা বাসের ব্যবস্থা করতে চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।  

বর্তমানে দক্ষিণ কোরিয়ায় এএফসির অনুষ্ঠানে অবস্থান করছেন তাবিথ। সেখান থেকেই ছাদখোলা বাসের বিষয়ে তিনি জানান, ‘আমরা চেষ্টা করছি। তবে এখন পর্যন্ত চূড়ান্ত কিছু হয়নি। সময়টাও খুবই কম। অল্প সময়ের মধ্যে আমরা চেষ্টা করছি। ’

এছাড়া তাবিথ তার ভেরিফাইড ফেসবুক পেজে মেয়েদের অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘অভিনন্দন! অভিনন্দন!! অভিনন্দন!!!’ 

আরও লিখেছেন, ‘নেপালকে ২-১ গোলে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ নারী ফুটবল দল। পুরো দেশের মানুষ আজ আমাদের নারী ফুটবলারদের নিয়ে গর্বিত, আমরা আনন্দিত। নতুন বাংলাদেশের যাত্রায় এই জয় আমাদের আরও ঐক্যবদ্ধ করবে, যে কোনো প্রতিকূলতা জয়ে এই নারী চ্যাম্পিয়নরা আমাদের অনুপ্রাণিত করবে। ’

আগামীকাল বৃহস্পতিবার দুপুর ২টা ১৫মিনিটে ঢাকায় ট্রফি নিয়ে ফেরার কথা সাবিনা-তহুরাদের। এখন দেখার অপেক্ষা ছাদখোলা বাসে করে শহর প্রদক্ষিণ করতে পারে কিনা তারা!

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।