ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

কথা রাখতে পেরে আনন্দিত বাটলার

সিনিয়র করেসপন্ডেন্ট স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
কথা রাখতে পেরে আনন্দিত বাটলার

টানা দ্বিতীয় সাফের শিরোপা জয় করে বীরের বেশে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ দুপুর ২ টা ৩৫ মিনিটে দেশের মাটিতে ফিরেছেন সাবিনার।

এরপর দুপুর ৩টায় সংবাদমাধ্যমে কথা বলেন কোচ পিটার বাটলার, অধিনায়ক সাবিনা এবং ঋতুপর্ণা চাকমা। সাফের আগে চ্যাম্পিয়ন হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বাটলার। নিজের কথা রাখতে পারে আনন্দিত কোচ।
  
সাফের শিরোপা জিতে আজ সাংবাদিকদের পিটার বাটলার বলেছেন, ‘আমি খুবই আনন্দিত যে কথা রাখতে পেরেছি। বাফুফে সভাপতি (সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন) ও নারী উইংয়ের প্রধানকে (মাহফুজা আক্তার কিরণ) বলেছিলাম শিরোপা নিয়ে দেশে ফিরব। সেটা করতে পেরেই ভাল লাগছে। তবে তার চেয়েও বেশি ভালো লাগছে যে আমরা যেভাবে শিরোপা জিতেছি সেটি। ’

বাটলারকে বাফুফে নিয়োগ দেয় মূলত একাডেমি দলের জন্য। তবে সাফ সামনে আসায় কয়েক মাস আগে তাকে দায়িত্ব দেওয়া হয় মেয়েদের সিনিয়র দলের। বাফুফের চুক্তিমতে, তার সঙ্গে সিনিয়র দলের কাজ ৩১ অক্টোবর পর্যন্ত। আজই সেটি শেষ হয়ে যাচ্ছে। এরপর ব্রিটিশ কোচের কাজ কী হবে সেটি নির্ধারণ করবেন বাফুফের কর্তারা। এ নিয়ে বাটলার আজ বলেছেন, ‘এই মেয়েদের সঙ্গে আমার দায়িত্ব আপাতত শেষ হচ্ছে। সামনে আমার দায়িত্ব কী হবে সেটা নির্ধারণ করবে ফেডারেশন। গেল দুই সপ্তাহে মেয়েরা কঠিন পরিশ্রম করেছে। তারই ফল পেয়েছে তারা। এখানে কোচিং স্টাফদের চেয়ে তাদের অবদানই বেশি। ’

সংবাদ সম্মেলনে কোচের কথার সঙ্গে একমত হয়েছেন অধিনায়ক সাবিনা, ‘সাফের শিরোপা ধরে রাখতে পেরে আমরা খুবই আনন্দিত। মেয়েরা কথা রেখেছে। পুরো টুর্নামেন্টে তারা কঠিন পরিশ্রম করেছে। ’

সংবাদ সম্মেলনের পর বাফুফের ছাদখোলা বাসে করে এখন ফেডারেশনের দিকে যাচ্ছেন মেয়েরা। এই মুহূর্তে আছেন বিমানবন্দরের সামনে। বাসটি বিমানবন্দরে থেকে এক্সপ্রেসওযে হয়ে মগবাজার ও পল্টন হয়ে যাবে মতিঝিলস্ত বাফুফে ভবনে।

বাংলাদেশ সময় : ১৬৩৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।