ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বিজয় প্যারেড শেষে বাফুফে ভবনে চ্যাম্পিয়নরা

সিনিয়র করেসপন্ডেন্ট স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
বিজয় প্যারেড শেষে বাফুফে ভবনে চ্যাম্পিয়নরা

টানা দুবার সাফ শিরোপা জয় করে আজ দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ দুপুর ২টা ৩৫ মিনিটে বিমানবন্দরে পৌঁছান সাবিনা-ঋতুপর্ণারা।

সেখান থেকে শহর প্রদক্ষিণ করে সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে বাফুফে ভবনে প্রবেশ করে ছাদখোলা বাস।

দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়নদের বরণ করতে আগে থেকেই প্রস্তুত ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। শত শত ভক্ত সমর্থকরা ভিড় করেছিল প্রিয় দলকে ভালোবাসা জানাতে। ব্যান্ড পার্টির বাদ্য বাজনায় এক উৎসবমুখর পরিবেশে চ্যাম্পিয়ন দলকে বরণ করা হয়। ভক্ত-সমর্থকদের 'বাংলাদেশ, বাংলাদেশ' স্লোগান মুখরিত হয়ে আছে বাফুফে প্রাঙ্গণ।

নারী দলকে অভিনন্দন জানাতে বিকাল থেকেই বাফুফে ভবনে অবস্থান করছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। এছাড়া বাফুফের নব নির্বাচিত কমিটির অনেক সদস্যরাই ভবনে উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়:১৮৫০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪ 
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।