ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

অবসরের পর কোচিংয়ে আগ্রহী নন মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৪
অবসরের পর কোচিংয়ে আগ্রহী নন মেসি

লিওনেল মেসির অবসর নিয়ে গুঞ্জনের যেন শেষ নয়। তবে এই তারকা বরাবরের মতোই বলেছেন সময় হলেই নিজের বুটজোড়া তুলে রাখবেন।

কিন্তু অবসরের পর কি করবেন তিনি? এই প্রশ্নে মেসি অবশ্য কোচিং পছন্দ না করার কথাই জানালেন। আপাতত মাঠেই নিজের বাকি সময়টুকু কাটানোর ব্যাপারে জানান তিনি।  

ইতালিয়ান সংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর সঙ্গে ‘দা ৪৩৩ অ্যাপ’ ও অ্যাপল টিভির জন্য সাক্ষাৎকারে মেসি নিজের ক্যারিয়ারের পরবর্তী সময়ে কি করবেন এই ব্যপারে জানান। সাবেক এই বার্সেলোনা ফরোয়ার্ড এই বিষয়টিও রেখেছেন নিজের মধ্যে। আপাতত মাঠে খেলাই তার আসল উদ্দেশ্য।  

মেসি বলেন, ‘আসলে আমি জানি না অবসরের পর কি করবো। আমি কোচ হতে চাই না। কিন্তু এখনও সবকিছু পরিস্কার নয়। আমি এমন একজন যে দিনের পর দিন শুধুই খেলাধুলা নিয়ে ভাবতে থাকি। আপাতত আমি খেলা, অনুশীলন করা এবং মাঠে মজা করার কথাই ভাবছি। ’

এর আগে মেসিকে অবশ্য প্রশ্ন করা হয় অবসর নিয়ে। ঠিক কবে অবসর নেবেন তিনি। এই ব্যাপারে মেসির উত্তর আগের মতোই। এমনকি ২০২৬ বিশ্বকাপে খেলবেন কিনা, তাও পরিস্কার করে বলেননি সাবেক এই বার্সা তারকা।  

আর্জেন্টাইন তারকা বরেন, ‘আমি সত্যিই জানি না (২০২৬ বিশ্বকাপে খেলব কি না)। আমাকে অনেক প্রশ্ন করা হয় এটা নিয়ে, বিশেষ করে আর্জেন্টিনায়। আপাতত আমার চাওয়া বছরটা ভালোভাবে শেষ করা। এরপর ভালো একটা প্রাক-মৌসুম কাটিয়ে নতুন বছর শুরু করা। গত বছর এটা (প্রাক-মৌসুম) পারিনি, কারণ অনেক সময় ছিল আমাদের। ’

‘এরপর সেখান থেকে আমি দেখব, কেমন করছি এবং কেমন লাগছে। আমরা কাছাকাছি আছি, তবে পাশাপাশি এটাও সত্যি, অনেক সময় এখনও বাকি এবং ফুটবলে যে কোনো কিছুই হতে পারে। আপাতত বেশি দূরে না তাকিয়ে প্রতিটি দিনে থাকতে চাই। ’

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘন্টা, নভেম্বর ১, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।