ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

অবশেষে জাতীয় দলে ফিরলেন জিকো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৪
অবশেষে জাতীয় দলে ফিরলেন জিকো আনিসুর রহমান জিকো/সংগৃহীত ছবি

শৃঙ্খলাভঙ্গের কারণে জাতীয় দলে জায়গা হারিয়েছিলেন আনিসুর রহমান জিকো।  প্রায় এক বছর বাইরে থাকার পর অবশেষে দলের ক্যাম্পে ফিরলেন এই গোলরক্ষক।

 

কিংস অ্যারেনায় আগামী ১৩ ও ১৬ নভেম্বর মালদ্বীপের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এ উপলক্ষে চলছে প্রস্তুতি ক্যাম্প। যেখানে আগামী ৫ অক্টোবর থেকে যোগ দেবেন জিকো। ফেরার বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।  

প্রায় এক বছর পর জাতীয় দলে ফিরছেন জকো। সর্বশেষ বসুন্ধরা কিংসের জার্সিতে এএফসি চ্যালেঞ্জ লিগে দুটি ম্যাচ খেলেছেন এই অভিজ্ঞ গোলরক্ষক। তার জায়গায় জাতীয় দলে এখন খেলছেন মিতুল মারমা। পোস্টের সামনে দাঁড়াতে হলে এই মিতুলের সঙ্গেই লড়তে হবে জিকোকে।  

২০২০ সালে জাতীয় দলে অভিষেক হয় জিকোর। এখন পর্যন্ত লাল-সবুজের জার্সিতে ২৯টি ম্যাচ খেলেছেন তিনি। মাঝে ২০২৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপে সেরা গোলরক্ষকের পুরস্কারও জিতেছেন এই তারকা গোলরক্ষক।  

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।