চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের জালে ৪ গোল দিয়ে শুরু। এরপর লা লিগার এল ক্লাসিকোতে প্রথমার্ধেই রিয়াল মাদ্রিদকে এক হালি গোল দিয়েছিল হান্সি ফ্লিকের শিষ্যরা।
গত ২৯ সেপ্টেম্বর লা লিগায় ওসাসুনার কাছে ৪-২ গোলে হারের পর সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ছয় ম্যাচ জিতেছে বার্সেলোনা। প্রতিটি ম্যাচেই কমপক্ষে ৩ গোল করেছে তারা।
গত রাতে এসপানিওলের বিপক্ষে বার্সার ৩টি গোলই আসে প্রথমার্ধে। দ্বাদশ মিনিটে দাবি ওলমোর গোলে এগিয়ে যায় তারা। লামিন ইয়ামালের দারুণ এক পাস থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন ওলমো।
এরপর ২৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাফিনিয়া। মার্ক কাসাদোর বাড়িয়ে দেওয়া বলে প্রতিপক্ষ গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে জড়িয়ে দেন ব্রাজিলিয়ান উইঙ্গার। এ মৌসুমে বার্সার জার্সিতে এটি রাফিনিয়ার ১১তম গোল।
৩১তম মিনিটে দারুণ এক ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন ওলমো। তবে দ্বিতীয়ার্ধে একটি গোল শোধ করেন এসপানিওলের জাভি পুয়াদো। যদিও তা শুধু ব্যবধানই কমিয়েছে।
১২ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে লা লিগায় এখন সবার ওপরে বার্সা। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ২৪ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে।
বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২৪
এমএইচএম