ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

বাবার ক্লাবের হয়ে পাওয়া গোল বন্যার্তদের উৎসর্গ করলেন সিমিওনের ছেলে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৪
বাবার ক্লাবের হয়ে পাওয়া গোল বন্যার্তদের উৎসর্গ করলেন সিমিওনের ছেলে

অতিবৃষ্টিতে শুরু হওয়া বন্যায় ডুবছে স্পেনের পূর্বাঞ্চল। বন্যার কারণে বেশ কয়েকটি ম্যাচ স্থগিত করা হয়।

কিন্তু সূচি পরিবর্তন না হওয়ায় মাঠে গড়ায় আতলেতিকো মাদ্রিদের ম্যাচ।  

যদিও বন্যা পরিস্থিতিতে ফুটবল খেলা 'অর্থহীন' বলেছিলেন দলটির কোচ দিয়েগো সিমিওনে। কিন্তু বাধ্য হয়েই মাঠে নামতে হয়েছে তার দলকে। লাস পালমাসের বিপক্ষে ঘরের মাঠে হওয়া ম্যাচটিতে অবশ্য সিমিওনের দল জিতেছে ২-০ গোলে।  

ম্যাচে আতলেতিকোর প্রথম গোলটি করেছেন সিমিওনের ছোট ছেলে জুলিয়ানো সিমিওনে। ২৯তম মিনিটে পাওয়া গোলটি পরে বন্যার্তদের উৎসর্গ করেন তিনি। গোলের পর দর্শকদের সামনে বিশেষ জার্সি তুলে ধরেন এই তরুণ ফুটবলার। বন্যার্তদের প্রতি সহমর্মিতা জানিয়ে জুলিয়ানো বলেন, 'আতলেতিকোর হয়ে প্রথম গোল করে ভালো লাগছে। কিন্তু ভালেন্সিয়ায় যা ঘটেছে, তা এড়িয়ে যাওয়া যায় না। বন্যার্তদের প্রতি সহমর্মিতা জানাই। '

১৯৬৭ সালে পর্তুগালের বন্যায় ৫০০ মানুষ মারা গিয়েছিল। এরপর স্পেনের এই বন্যাই ইউরোপে সবচেয়ে ভয়াবহ। এখন পর্যন্ত দেশটিতে ২০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিশেষ করে ভালেন্সিয়া প্রদেশের অবস্থা খুবই ভয়াবহ। সেখানকার স্টেডিয়ামগুলোকে আশ্রয়কেন্দ্র বা সহায়তা সংগ্রহের জন্য ব্যবহার করা হচ্ছে। যে কারণে স্থগিত করা হয়েছে ভালেন্সিয়া-রিয়াল মাদ্রিদ ম্যাচ। অন্য অনেক ম্যাচের সূচি পাল্টানো হলেও আতলেতিকোর কালকের ম্যাচ স্থগিত করা হয়নি।  

যদিও আতলেতিকোর মাঠ ওয়ান্দা মেত্রোপলতানোর বাইরে বন্যাদুর্গত মানুষের জন্য ত্রাণ সংগ্রহ করা হয়েছে। পালমাসের বিপক্ষে মাঠে নামার আগে ক্লাবের কোচ সিমিওনে বলেছিলেন, 'এমন সময় ফুটবল খেলা অর্থহীন। চারদিকে খুব খারাপ অবস্থা। লোকজন সহায়তা চাইছে এবং অনেকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। আমরা যে যেভাবে পারি সহায়তা করতে চাই। '

সিমিওনে না চাইলেও খেলা হয়েছে। তার দল জিতেছে এবং তার নিজের ছেলে গোলও করেছেন। দ্বিতীয় গোলটি করেছেন আলেক্সান্দার সরলথ। এই জয়টি তাদের জন্য স্বস্তির। কারণ লা লিগায় এর আগে সর্বশেষ ৪ ম্যাচের মাত্র ১টিতে জিতেছে তারা। ১২ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে আছে আতলেতিকো। সমান ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। ১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ।

বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।