ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ঘরের মাঠ বাড়তি আত্মবিশ্বাস এনে দিচ্ছে রাকিবদের

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৪
ঘরের মাঠ বাড়তি আত্মবিশ্বাস এনে দিচ্ছে রাকিবদের

পাঁচ মাস পর ঘরের মাঠে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। দুটি ম্যাচেই প্রতিপক্ষ মালদ্বীপ।

ঘরের মাঠ বলেই ম্যাচ দুটোকে ঘিরে বাড়তি আত্মবিশ্বাস কাজ করছে দলের ভেতর।  

দলের সহকারী কোচ হাসান আল মামুন বলেন, ‘কৌশলের বিস্তারিত কিছু বলব না। তবে এতটুকু বলতে পারি আমরা জেতার জন্য খেলব। এর জন্য যে রসদ বা কৌশল লাগে সেই কৌশল ধরেই আমরা খেলব। ছেলেরা প্রস্তুত হচ্ছে তাদের সেরাটা দেওয়ার জন্য। কারণ তারা জানে, এটা তাদের এই বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ। ’ 

‘এই দলটা অনেক দিন ধরেই একসঙ্গে খেলছে। প্রায় সব খেলোয়াড়ই একসঙ্গে খেলছে। কাবরেরা আসার পর থেকেই তারা একসঙ্গে খেলছে। কিছু খেলোয়াড় সব সময়ই নতুন আসে। আমাদের আগের কিছু খেলোয়াড়ের ইনজুরির কারণেই তাদের সুযোগ হয়েছে। দল হিসেবে তারা জানে তাদের দায়িত্বটা কী। ’ 

ঘরের মাটিতে সমর্থকদের সামনে সবকিছু নিংড়ে দিতে চান ফুটবলাররা। এমনটাই জানিয়েছেন হাসান আল মামুন। তিনি বলেন, ‘সব কিছু মিলিয়ে খেলোয়াড়রা খুব মনোযোগী। আমার কাছে মনে হয় তারা ভালো করবে, যেহেতু দেশের মাটিতে অনেকদিন পর ম্যাচ খেলতে যাচ্ছে। সেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের পর আমরা ঘরের মাটিতে কোনো ম্যাচ খেলিনি। তারা সমর্থকদের সামনে নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছে। ’

‘ইনশাল্লাহ অবশ্যই আমাদের জয়ের লক্ষ্য থাকবে। সমর্থকদের সামনে আমরা নিজেদের মেলে ধরতে চাই। সমর্থকরা আমাদের প্রেরণা। ঘরের মাটিতে যখন আমরা খেলি, তখন যেকোনো দলের কাছেই আমরা শক্ত প্রতিপক্ষ। ’

বাংলাদেশের বিপক্ষে সবশেষ বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম রাউন্ডে খেলেছিল মালদ্বীপ। প্রথম লেগ ড্র হলেও দ্বিতীয় লেগে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। তবে অতীতকে অতীতের মতো করেই দেখতে চান রাকিব। তার মতে, মালদ্বীপকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই।  

বাংলাদেশের এই ফরোয়ার্ড বলেন, ‘মালদ্বীপ অনেক শক্তিশালী প্রতিপক্ষ। তাদের বর্তমান পারফরম্যান্স দেখে যদি আমরা মনে করি বিপক্ষে খেলাটা অনেক সহজ হবে, তাহলে এটা আমাদের ভুল হবে। তবে যদি আমরা তাদের আগের মতো করে সমীহ করে খেলি আগের প্রতিপক্ষ ভাবি এবং আমরা যদি কোচের কৌশল মেনে চলি, তবে ভালো কিছু করা সম্ভব। ’

বসুন্ধরা কিংস স্টেডিয়ামে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দুটো অনুষ্ঠিত হবে ১৩ ও ১৬ নভেম্বর।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৪
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।