ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

নওগাঁয় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
নওগাঁয় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নওগাঁ: নওগাঁয় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট পৌর ওয়ার্ড কাপ ২০২৪ এর উদ্বোধন করা হয়েছে।  

বুধবার (২০ নভেম্বর) বিকেলে নওগাঁ জেলা স্টেডিয়ামে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মো. আমিনুল হক।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য লেফটেনেন্ট কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল লতিফ খান, জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নানু, জেলা বিএনপির সাবেক সভাপতি ও নওগাঁ পৌরসভার সাবেক মেয়র নজমুল হক সনি, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব বায়োজিত হোসেন পলাশ, টুকু, মামুনুর রহমান রিপন, শফিকুল আজম রানা, টুর্নামেন্ট কমিটির সদস্য শামিনুর রহমান শামীম।

টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় এনামুল হক জানান, উদ্বোধনী খেলায় আজ মুখোমুখি হবে নওগাঁ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বনাম ৭ নম্বর ওয়ার্ড ফুটবল দল। টুর্নামেন্টে মোট ৯টি দল অংশগ্রহণ করবে।  

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।