ঢাকা, সোমবার, ২১ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ফুটবল

২২ বলে সাকিবের ১৫ রান, বাংলা টাইগার্সের বিদায়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৪
২২ বলে সাকিবের ১৫ রান, বাংলা টাইগার্সের বিদায়

৬০ বলের ইনিংস। সেখানে ২২ বল একাই খেলে ফেলেন সাকিব আল হাসান।

কিন্তু অপরাজিত থেকে রান করেন মাত্র ১৫। তার ব্যাটিংয়ের মতোই দুর্দশা অবস্থা তার দল বাংলা টাইগার্সের। আজ ডেকান গ্ল্যাডিয়েটর্সের কাছে ৯ উইকেটে হেরে আবুধাবি টি-টেন লিগে বিদায় নিশ্চিত করেছে তারা।

৭৩ রানের লক্ষ্য ২৯ বল হাতে রেখেই পেরিয়ে যায় ডেকান। নিকোলাস পুরান ১৩ বলে ৩৬ ও জস বাটলার ১৩ বলে ২৯ রানে অপরাজিত থাকেন। জয় থেকে ডেকান যখন ৫ রান দূরে তখন বল হাতে নেন সাকিব। তার প্রথম বলেই ছক্কা মেরে দলের জয় নিশ্চিত করেন পুরান।  

টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১০ ওভার শেষে মাত্র ৭২ রান করে বাংলা টাইগার্স। প্রতিপক্ষের বোলিং তোপে  দলীয় ২৩ রানে ৪ উইকেট হারিয়ে বসেন সাকিবরা।  

শেষ পর্যন্ত এই সংগ্রহটুকু এসেছে ইফতিখার আহমেদের সর্বোচ্চ ১৯ ও সাকিবের অপরাজিত ১৫ রানে সৌজন্যে। তবে ৬০ বলের খেলায় সাকিব তার ইনিংস সাজিয়েছেন ২২ বলে। নেই কোনো চার-ছয়। গ্ল্যাডিয়েটর্সের হয়ে ১০ রানে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন ইংল্যান্ডের পেসার রিচার্ড গ্লিসন।

টানা দ্বিতীয় এবং সবমিলিয়ে চার হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে বাংলা টাইগার্সের। ৬ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তালিকার আট নম্বরে তারা। নিজেদের শেষ ম্যাচটি আগামী ৩০ নভেম্বর খেলবে ইউপি নবাবের বিপক্ষে।


বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৪
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।