ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

বেলিংহাম ফর্মে ফেরায় আনন্দিত আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২৪
বেলিংহাম ফর্মে ফেরায় আনন্দিত আনচেলত্তি

মৌসুমের শুরুতে ছন্দে ছিলেন না জুড বেলিংহাম। যা তার নামের পাশে বেমানান।

কেননা রিয়াল মাদ্রিদে নিজের প্রথম মৌসুমটা স্বপ্নের মতো কাটান তিনি। এবারের মৌসুমে একদমই বিপরীত রূপে দেখা যাচ্ছিল তাকে। অবশেষে ফর্মে ফিরলেন এই মিডফিল্ডার।

গতকাল লা লিগায় জিরোনাকে ৩-০ গোলে হারিয়ে বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়েছে রিয়াল। ম্যাচের প্রথম গোলটি আসে বেলিংহামের কাছ থেকেই। এরপর গোলের খাতায় নাম লেখান আর্দা গুলের ও কিলিয়ান এমবাপ্পে।

এনিয়ে লা লিগায় টানা পাঁচ ম্যাচে গোলের দেখা পেলেন বেলিংহাম। তাকে ছন্দে ফিরতে দেখে আনন্দিত কার্লো আনচেলত্তি। রিয়াল কোচ বলেন, ‘বেলিংহাম টানা পাঁচ ম্যাচে গোল করেছে। সে ছন্দে ফিরেছে এবং ভালো ফর্মে রয়েছে। ’

চ্যাম্পিয়নস লিগে আতালান্তার বিপক্ষে বেলিংহামের খেলা নিয়ে সংশয় রয়েছে কি না প্রশ্নে আনচেলত্তি বলেন, ‘বেলিংহাম ঠিক আছে। তার পা একটু ক্লান্ত ছিল, তাই শেষ মুহূর্তে ঝুঁকি নিতে চায়নি। তবে সে প্রস্তুত থাকবে। ’

বেলিংহামের প্রশংসায় মাতেন এমবাপ্পেও, ‘বেশ অসাধারণ ও দুর্দান্ত একজন খেলোয়াড় (বেলিংহাম)। এখানে উচ্চমানের খেলোয়াড়দের সঙ্গে খেলা সত্যিই আনন্দের ব্যাপার। জুড দুর্দান্ত খেলেছে, ব্রাহিম ও আর্দাও ভালো খেলেছে। আজকের এই জয়ে আমি খুব খুশি। ’

এই জয়ে ১৬ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল। ১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৮,২০২৪
এএইচেস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।