ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

এশিয়ান কাপ বাছাইয়ে একই গ্রুপে বাংলাদেশ-ভারত

সিনিয়র করেসপন্ডেন্ট স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২৪
এশিয়ান কাপ বাছাইয়ে একই গ্রুপে বাংলাদেশ-ভারত

এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ড্র হয়েছে আজ। মালয়েশিয়ায় অনুষ্ঠিত এই ড্রয়ে একই গ্রুপে পড়েছে বাংলাদেশ-ভারত।

 

তৃতীয় রাউন্ডের বাছাইয়ে ২৪ দল ছয়টি গ্রুপে খেলবে। প্রতি গ্রুপে চারটি দল হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে ম্যাচ খেলবে। ছয় ম্যাচ শেষে প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল ২০২৭ সালে অনুষ্ঠিতব্য সৌদি আরবে এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করবে।   বাছাইপর্ব শুরু হবে আগামী বছরের ২৫ মার্চ থেকে।  

২৮ নভেম্বর প্রকাশিত র‌্যাংকিং অনুযায়ী ২৪ দল চারটি পটে বিভক্ত ছিল। প্রতি পটে ছয়টি দল ছিল। বাংলাদেশ র‌্যাংকিংয়ে পিছিয়ে থাকায় চার নম্বর পটে ছিল।  ‘সি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী সিঙ্গাপুর ও হংকং।   বাংলাদেশের ফিফা র‌্যাঙ্কিং ১৮৫, সিঙ্গাপুরের ১৬১, হংকং ১৫৬ এবং ভারত ১২৭তম স্থানে আছে।  

 

বাংলাদেশ সময় : ১৪৩১ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২৪
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।