ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

চোটে পড়ে ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে অনিশ্চিত এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৪
চোটে পড়ে ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে অনিশ্চিত এমবাপ্পে

বর্তমানে সময় ভালো যাচ্ছে না কিলিয়ান এমবাপ্পের, এর মধ্যে পেলেন দুঃসংবাদ। ইনজুরির কারণে ছিটকে গেছেন তিনি।

চ্যাম্পিয়ন্স লিগে আতালান্তার বিপক্ষে মাঠে নেমে গোল পান তিনি। কিন্তু প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ছাড়েন মাঠ।  

ম্যাচ শেষে এবাপ্পের চোট গুরুতর নয় বলে জানান রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। কিন্তু পরীক্ষার পর জানা যায় ঊরুতে চোট ধরা পড়েছে ফরাসি এই ফরোয়ার্ডের। অফিসিয়ালি কতদিনের জন্য ছিটকে গেছেন এই বিষয়ে রিয়াল মাদ্রিদ না জানালেও, ইএসপিএন ক্লাব সূত্রের বরাত দিয়ে জানায়, ১০ দিনের জন্য মাঠে নামতে পারবেন না এমবাপ্পে।  

এই খবর যদি সত্যি হয়, তবে লা লিগায় আগামী ম্যাচে রায়ো ভায়েকানোর পাশাপাশি ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপেও তার মাঠে নামা হবে না। আগামী ১৮ ডিসেম্বর টুর্নামেন্টটির ফাইনালে কাতারের দোহায় মেক্সিকোর পাচুকা অথবা মিশরের আল আহলির বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ।  

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।