ঢাকা: বিশ্বকাপের ২০তম আসরের চতুর্থদিনে তিনটি খেলা অনুষ্ঠিত হবে। এর মধ্যে আসরের অন্যতম ফেভারিট আর্জেন্টিনা খেলবে এবারের বিশ্বকাপে অভিষেক হতে যাওয়া বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে।
এর আগে দু’দলের দুই বার মুখোমুখি হয়েছিলো। দুটিতেই আর্জেন্টিনা জয় পেয়েছে। সর্বশেষ ফিফা র্যাংকিংয়ের দিক থেকে আর্জেন্টিনা ৫ নম্বরে থাকলেও সবনিয়া-হার্জেগোভিনা রয়েছে ২১ নম্বরে।
১৬ জুন বাংলাদেশ সময় ভোর ৪টায় মুখোমুখি হবে এ দুটি দল। আর্জেন্টিনা বিশ্বকাপের গ্রুপ পর্যায়ের শেষ ১২টি ম্যাচে ৯টিতে জয় পেয়েছে, হেরেছে একটিতে এবং বাকী দুটি ড্র হয়েছে।
এ দলের তারকা খেলোয়াড় মেসি ৫৭১ মিনিট খেলে মাত্র ১টি গোল করেছেন। বসনিয়ার তারকা খেলোয়াড় জেকো কোয়ালিফাইং রাউন্ডে ১০ গোল করেছিলো।
বিশ্বকাপে এই প্রথমবারের মতো ফ্রান্স এবং হন্ডুরাস মুখোমুখি হবে। বাংলাদেশ সময় রাত ১টায় পোর্তো আলেগ্রে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এ ম্যাচটি।
তবে ফ্রান্সে তারকা খেলোয়াড় রিভেরি ইনজুরির কারণে দলের বাইরে রয়েছেন। হন্ডুরাস ২০১০ সালের বিশ্বকাপে কোনো গোল করতে পারেনি। তাদের তারকা খেলোয়াড় জেরি বেনগসটন।
সুইজারল্যান্ড বিপক্ষে ইকুয়েডর রাত ১০টায় ব্রাসিলিয়া স্টেডিয়ামে প্রথমবারের মতো মাঠে নামবে।
সুইজারল্যান্ড ফিফা র্যাংকিংয়ে ৬ নম্বরে থাকলেও ইকুয়েডর রয়েছে ২৬ নম্বররে। শেষ সাতটি বিশ্বকাপে সুইজানল্যান্ড মাত্র একটি গোল করেছে। আর ইকুয়েডর বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ডে দেশের বাইরে কোথাও জয় পায়নি।
বাংলাদেশ সময়: ০৮১৫ ঘণ্টা, জুন ১৫, ২০১৪