ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বিশ্বকাপ টুকিটাকি

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, জুন ১৫, ২০১৪
বিশ্বকাপ টুকিটাকি

ঢাকা: ব্রাজিলে চলছে জমজমাট ফুটবল বিশ্বকাপ। ইতোমধ্যে তিন দিনে আটটি ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেছে।

রোববার অনুষ্ঠিত হচ্ছে ‍আরও তিনটি ম্যাচ। চলমান বিশ্বকাপ উপলক্ষে এ পর্যায়ে থাকছে বিশ্বকাপের টুকিটাকি।

ব্রাসিলিয়ায় কড়া নিরাপত্তা
ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় প্রথম ম্যাচ আয়োজন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বাংলাদেশ সময় রাত ১০টায় ব্রাসিলিয়ার স্টেডিয়ামে মুখোমুখি হবে ইকুয়েডর ও সুইজারল্যান্ড।

৬৯ হাজার ৪৩২ আসনের স্টেডিয়ামের প্রবেশ মুখে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ডগ স্কোয়াডসহ রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে পুলিশ।

বিশ্বকাপে চিলির প্রত্যাশা
বিশ্বকাপ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়কে পুরোপুরি সন্তোষজনক মনে করছে না চিলি।

বুধবার রিও ডি জেনেরিও’র মারকানা স্টেডিয়ামে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের সঙ্গে ম্যাচটিকে বেশি গুরুত্ব দিচ্ছে জর্জ সাম্পাওলির দল।
নেদারল্যান্ডস ৫-১ গোলে স্প্যানিশদের বিধ্বস্ত করায় আত্মবিশ্বাসী হয়ে উঠেছে চিলি। চিলিয়ানদের প্রত্যাশা, স্পেন ম্যাচ দিয়েই তাদের দ্বিতীয় রাউন্ড একরকম নিশ্চিত হয়ে যাবে।

বিশ্বকাপে বেল হরিজেন্তে আন্দোলন
ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ব্রাজিল বিশ্বকাপ শুরু হয়ে গেলেও থামে নি বিশ্বকাপবিরোধী আন্দোলন।

সি গ্রুপের কলম্বিয়া-গ্রিস ম্যাচ চলার সময় মিছিলে কেঁপে উঠে দেশটির সবচে’ বড় শহর বেল হরিজেন্তে।

শিক্ষা, স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ খাতের বরাদ্দ বাতিল করে তা বিশ্বকাপ আয়োজনে ব্যয় করায় ব্রাজিলের সঙ্গে সঙ্গে ফিফাকেও দায়ী করে বিক্ষোভকারীরা।

শান্তিপূর্ণ মিছিল থেকে সরকারকে জনগণের সমস্যা সমাধানে গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়।

একই শহরে গত বৃহস্পতিবার পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়।

এই শহরেই আগামী ২১ জুন আর্জেন্টিনা মুখোমুখি হবে ইরান।

বিশ্বকাপে জাপানি দর্শকের প্রতিক্রিয়া
হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হওয়ায় হতাশ জাপান ভক্তরা।

আইভরি কোস্টের বিপক্ষে আগে গোল করেও ২-১ এ ম্যাচ হেরে যায় এশিয়ান পরাশক্তি।

তবে ভক্তদের বিশ্বাস, পরের ম্যাচেই গ্রিসের বিপক্ষে নিজেদের ফিরে পাবে কাগওয়া ও হোন্ডারা।

শুধু বিশ্বকাপ ফুটবলের টানে আর ব্লু-সামুরাইদের উৎসাহ যোগাতে ১০ হাজার মাইল পাড়ি দিয়ে টোকিও থেকে ব্রাজিলের রেসিফে গেছে ফুটবল পাগল অনেক জাপানি ভক্ত।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, জুন ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।