ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

পেলের জাদুঘর

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, জুন ১৬, ২০১৪
পেলের জাদুঘর

ক্রোয়েশিয়ার সঙ্গে প্রথম ম্যাচে তুমুল প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হলেও ব্রাজিলের খেলায় খুশি ‘ফুটবল জাদুকর’ পেলে। ব্রাজিলকে তিন বিশ্বকাপ জেতানোর নায়ক পরিষ্কার করেই বললেন, নেইমার-অস্কারদের বিশ্বকাপ জয়ের ক্ষমতা আছে।



খেলোয়াড়ি জীবনের বেশিরভাগ সময় খেলেছেন যে ক্লাবে, সেই স্যান্টোসের আঙিনায় উদ্বোধন হয়েছে ফুটবলের কালো-মানিক পেলের নামে এক জাদুঘর। তারই উদ্বোধনী অনুষ্ঠানে এসে ফুটবল সম্রাট পেলে বলেন, অবশ্যই সেলেকাওরা কাপ জয়ের সবচেয়ে বড় দাবিদার।

৭০ বিশ্বকাপে পেলের ব্যবহার করা দুটি ফুটবল, বুট ছাড়াও জাদুঘরে স্থান পেয়েছে ওই আসরে জেতা জুলেরিমে ট্রফির একটি রেপ্লিকা।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, জুন ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।