ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

জার্মানির ৪ গোল, মুলারের হ্যাট্রিক

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৭ ঘণ্টা, জুন ১৬, ২০১৪
জার্মানির ৪ গোল, মুলারের হ্যাট্রিক ছবি: সংগৃহীত

ঢাকা: ম্যাচের ৭৮ মিনিটে পর্তুগালকে ৪ গোল দিয়েছে জার্মানি। যার ৩টিই এসেছে থমাস মুলারের পা থেকে।

এর মাধ্যমে এবারের বিশ্বকাপের প্রথম হ্যাট্রিক করলেন তিনি।

ম্যাচ যখন প্রথমার্ধের শেষ বাশি বাজার অপেক্ষায় তখনই নিজের দ্বিতীয় গোলটি করলেন টমাস মুলার। এরপরপরই বিরতিতে ম্যাচ। ৩-০ গোলে এগিয়ে জার্মানি। বিপক্ষে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল।   ‍

এর আগে ম্যাচের ৩২ মিনিটের মাথায় হ্যামেলস দ্বিতীয় গোলটি করেন অসাধারণ দক্ষতায়। ১২ মিনিটে প্রথম গোল করে ‍জার্মানি। এটি আসে পেনাল্টি শট থেকে। গোল করেন মুলার। ডি-বক্সের মধ্যে পেরিরা ফাউল করে হলুদ কার্ড পাওয়ার পর এই পেনাল্টি শট পায় জার্মানি।

সালভাদোরের অ্যারেনা ফন্টে নোভায় বলের ওপর দখল রাখার লড়াই চলছে জার্মানি ও পর্তুগালের।

পর্তুগাল তথা ক্রিশ্চিয়ানো রোনালদো তার লড়াই চালিয়ে যাচ্ছেন। প্রথম গোল হজম করার পর দফায় দফায় আক্রমন ‍চালিয়েছেন তিনি। রোনালদোকে ঘিরে চলছে জার্মানিদের সার্বক্ষণিক চেকে রাখা।
 
কিন্তু হয়তো চাপ সহনীয় পর্যায়ে ছিলো না পেপের। অসদাচরণের দায়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হলো পেপেকে।

ম্যাচের ২৫ মিনিটের মাথায় নানির শটে পর্তুগালের গোল পাওয়ার সুযোগ তৈরি হলেও শেষ পর্যন্ত তা হয়নি।

এদিকে ম্যাচের ২৭ মিনিটে আঘাত পেয়ে আলমেইদা মাঠে পড়ে গেলে পর্তুগালের জন্য সময় আরও খারাপ হয়ে ওঠে। অবশেষে মাঠ ছাড়তেই হয় ডিফেন্ডার আল মেইদাকে। পরিবর্তে মাঠে নামেন এডার।

এর আগে ম্যাচের প্রথম মিনিটেই সালভাদোর স্টেডিয়াম হয়ে ওঠে রণক্ষেত্র।

এবারের বিশ্বকাপে ‘জি’ গ্রুপেরও এটি প্রথম ম্যাচ। মুখোমুখি জার্মানি ও পর্তুগাল।   

জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেল‍া মার্কেল রয়েছেন সালভাদরের অ্যারেনা ফন্টে নোভা মাঠে।

জার্মানির খেলছে ৪-২-৩-১ বিন্যাসে। একাদশ: ম্যানুয়েল ন্যুয়ার (গোলরক্ষক), ম্যাট হামেলস, পার মার্টেস্যাকার, ফিলিপ লাম, এরিক ডার্ম, বাস্তিয়ান শোয়েন্সটেইগার,  টনি ক্রুস, মেসুত ওজিল, আন্দ্রে শার্লে, থমাস মুলার ও মারিও গোৎজে।

পর্তুগালের বিন্যাস ৪-৩-৩। একাদশ: রুই পাট্রিসিও (গোলরক্ষক), ব্রুনো আলভেস, পেপে, ফ্যাবিও কোয়েনত্রাও, জোয়াও পেরেইরা, উইলিয়াম কারভালহো, রাউল মেইরেলেস, জোয়াও মুতিনহো, নানি, হুগো আলমেইদা ও ক্রিস্টিয়ানো রোনালদো।

বাংলাদেশ সময় ১০৫০ ঘণ্টা, জুন ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।