ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রক্ষণাত্মকভাবে খেলছে ইরান-নাইজেরিয়া

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৮ ঘণ্টা, জুন ১৭, ২০১৪
রক্ষণাত্মকভাবে খেলছে ইরান-নাইজেরিয়া ছবি: সংগৃহীত

ঢাকা: বিশ্বকাপের ২০তম আসরের পঞ্চম দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হয়েছে ইরান ও নাইজেরিয়া। বাংলাদেশ সময় সোমবার মধ্যরাত ১টায় ম্যাচটি শুরু হয়েছে।

ম্যাচে রক্ষণাত্মকভাবে খেলছে ইরান ও নাইজেরিয়া। খেলায় ৩৫ মিনিট শেষে এখনও কোনো গোল আসেনি।

এশিয়ার সেরা ফুটবল দল হয়ে এবারের বিশ্বকাপে স্থান পায় ইরান। যদিও ২০১০ বিশ্বকাপে স্থান হয়নি ইরানের। আর ‘সুপার ঈগল’ খ্যাত নাইজেরিয়া ২০১০ সালের বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকে বিদায় নেয়।

বিশ্বকাপে ইরানের অর্জন বলতে ১৯৭৮, ১৯৯৮ এবং ২০০৬ এর বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকেই বিদায়। তবে দলটির সেন্ট্রাল ডিফেন্সিভ জুটি বেশ মজবুত। কোচ কার্লোস কুইরোজ দলে ট্যাকটিক্যাল শৃঙ্খলা এনেছেন।

অন্যদিকে, ১৯৯৪ ও ১৯৯৮ বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ড এবং ২০০২ ও ২০১০ সালে প্রথম রাউন্ড পর্যন্ত নিজেদের টেনে নিতে সক্ষম হন নাইজেরিয়ান খেলোয়াড়রা। আক্রমণাত্মক ফুটবলের কারণে নাইজেরিয়ার ফুটবল দৃষ্টিনন্দন। আবার প্রয়োজনে দলটি দৃঢ়প্রতিজ্ঞ হতে পারে তারও নজির রয়েছে।
 
নাইজেরিয়া একাদশ:
ভিনসেন্ট এনিয়েমা (গোলরক্ষক ও অধিনায়ক), অ্যামব্রোস, মুসা, এমিনিকি, মিকেল, মোসেস, ওশানিওয়া, ওবোওবোনা, আজিজ, ওনাজি ও ওমেরো। ফুটবলের চির পরিচিত ৪-৩-২-১ ফরমেটে নিয়েই মাঠে নামছে তারা।

কোচ: স্টিফেন কোশি।

ইরান একাদশ:
হাঘিঘি (গোলরক্ষক), হেইদারি, হাজি সাফি, হোসেইনি, আমির হোসেইন, জাভেদ নিকোউমান (অধিনায়ক), আন্দ্রানিক, মনতাজেরি, রেজা, ডিজাঝাগ ও মেহেরদাদ। এ ম্যাচে ইরান খেলবে ৪-৪-১-১ ফরমেটে।

কোচ: কার্লোস কুইরোজ।

** ইরান-নাইজেরিয়া চূড়ান্ত একাদশ

বাংলাদেশ সময়: ০১০২ ঘণ্টা, জুন ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।