ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মেসিকে ‘জিহাদে’ যোগ দেয়ার আহ্বান!

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, জুন ২৫, ২০১৪
মেসিকে ‘জিহাদে’ যোগ দেয়ার আহ্বান!

ঢাকা: এবার আর্জেন্টিনার ফুটবল মহাতারকা লিওনেল মেসিকে ইরাকের ‘জিহাদে’ যোগ দেয়ার আমন্ত্রণ জানালো দেশটির ভয়ঙ্কর জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড শ্যামের (আইএসআইএস) জঙ্গিরা।

পাশাপাশি শেষ মুহূর্তের গোলে ইরানকে হারিয়ে দেয়ায় মেসির বেজায় প্রশংসা করেছে জঙ্গিরা।


আইএসআইএস জঙ্গিদের ব্যবহৃত একটি টুইটার অ্যাকাউন্টে পাওয়া যায় এমন তথ্য।

ইরাকের শিয়া প্রধানমন্ত্রী নুরি আল মালিকির সরকারের অনুগত বাহিনীকে হটিয়ে সম্প্রতি ইরাকের বিস্তৃত অঞ্চলের দখল নিয়েছে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গি সংগঠন হিসেবে বিবেচিত এই বাহিনী। একই সঙ্গে সিরিয়ার বাশার বাহিনীকে হটিয়েও দেশটির বিশাল অংশের কর্তৃত্ব করছে তারা।

আইএসআইএসের এসব জঙ্গি আবার চরম সুন্নি মতাদর্শের অনুসারী। অপর দিকে সিরিয়ার বাশার এবং ইরাকের বর্তমান প্রধানমন্ত্রী নুরি আল মালিকি উভয়ই শিয়া মতাদর্শের অনুসারী। আর তাদের প্রধান সমর্থনদাতা ও পৃষ্ঠপোষক ইরান।

আর এজন্যই এসব জঙ্গির এত রাগ ইরানের ওপর। তাই ইরানের বিরুদ্ধে গোল করায় মেসিকে নিজেদের টুইটারের মাধ্যমে অভিনন্দন জানিয়েছে আইএসআইএস জঙ্গিরা। পাশাপাশি তাদের জিহাদেও অংশ নেয়ার আমন্ত্রণ জানিয়েছে তারা মেসিকে।

যদিও মেসি এ আমন্ত্রণ গ্রহণ করেছেন কি না তা অবশ্য এখনও জানা যায়নি!

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, জুন ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।