ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

জ্যোতিষ কুমারী রুবাইর গণনা

ফুটবলবিশ্ব অকল্পনীয় মুহূর্ত দেখবে আর্জেন্টিনার ম্যাচে

. | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, জুন ২৫, ২০১৪
ফুটবলবিশ্ব অকল্পনীয় মুহূর্ত দেখবে আর্জেন্টিনার ম্যাচে

এস্তাডিও বিয়েরা রিও মাঠের অবস্থানগত গণনা করলে আর্জেন্টিনা-নাইজেরিয়া খেলাটি তীব্র উত্তেজনাময় হতে চলেছে বলে গণনার ফলাফলে দেখা যাচ্ছে।

তবে এই খেলায় দেখা যাবে কিছু অকল্পনীয় মুহূর্ত যা ফুটবল ইতিহাসের পাতায় উজ্জ্বলভাবে অবস্থান করবে।

৪৮ হাজার আসন বিশিষ্ট এ মাঠে দু’পক্ষই সমানতালে লড়বে।

খেলায় জয় পাওয়ার সম্ভাবনা আর্জেন্টিনার পক্ষে অনেকটাই বেশি। মেসির গোল পাওয়ার সম্ভাবনাও যথেষ্ট। অপরদিকে নাইজেরিয়ার পক্ষ থেকে ছুটে আসা বর্শার মতো প্রতিআক্রমণে বেশ কয়েকবার আর্জেন্টিনার রক্ষণভাগ ভেঙে গোলরক্ষককে পরীক্ষার মধ্যে ফেলবে।

তবে খেলা গড়াতে থাকলে আর্জেন্টিনার পরিকল্পিত আক্রমণে বারবার ত্রাসের সৃষ্টি হবে নাইজেরিয়া রক্ষণে। গোটা খেলায় মাঝমাঠে সমস্যার যোগ থাকবে আর্জেন্টিনার। প্রথম ৪৫ মিনিট মাঝ মাঠ থেকে মেসির পায়ে বল এসে পৌঁছুতে বেশ কিছু বাধার মুখোমুখি হতে হবে।

খেলায় আর্জেন্টিনার যথেষ্ট প্রাধান্য থাকলেও নাইজেরিয়াকে সহজ প্রতিপক্ষ ভাবার কোনো কারণ নেই।

খেলার ১১ মিনিট ৩২ মিনিট ৪৬ মিনিট ৬৫ মিনিট ৭৩ মিনিট এবং ৮৮ মিনিটের কাছাকাছি সময়গুলিতে গোল হওয়ার সম্ভাবনা প্রবল।  

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, জুন ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।