ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সুয়ারেজের কামড়ের পক্ষে বাজি ধরে ৫৮ লাখ টাকা!

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, জুন ২৫, ২০১৪
সুয়ারেজের কামড়ের পক্ষে বাজি ধরে ৫৮ লাখ টাকা! ছবি: সংগৃহীত

ঢাকা: উরুগুয়েন তারকা লুইস সুয়ারেজের কামড় নিয়ে বিশ্বব্যাপী ফুটবল অনুরাগীরা আশ্চর্য হলেও লিভারপুল তারকা এমন কাণ্ড ঘটাবেন তা নিশ্চিত ছিলেন ১৬৭ জন। খবর: বিবিসির।



মঙ্গলবার রাতে উরুগুয়ের তুরুপের তাস সুয়ারেজ মাঠে ইতালির কাউকে কামড়ে দেবেন এর পক্ষে বাজি ধরেন  ১৬৭ জনের এক জুয়াড়ি দল।

অনল‍াইনে বাজি ধরা ওই জুয়াড়িরা বাজিমাত করে জিতে নিয়েছেন ৪৪ হাজার পাউন্ড (বাংলাদেশি টাকায় ৫৮ লাখ ৬ হাজার ৫০৮ টাকা)। এর মধ্যে এক জুয়াড়ি সর্বোচ্চ পান ২ হাজ‍ার পাউন্ড।

ব্রাজিল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাঁচা-মরার লড়াইয়ে এগিয়ে থেকেও প্রতিপক্ষ ইতালির গিয়র্গিও চিল্লিনিকে কামড়ে দেন সুয়ারেজ।

ম্যাচের শেষ দিকে বিষয়টি রেফারির নজর এড়ালেও ধরা পড়ে ক্যামেরায়। ইতোমধ্যে ফিফা এই ঘটনার তদন্ত শুরু করেছে।

তবে লিভাপুল তারকার এই কীর্তি নতুন নয়। এর আগেও দুইবার প্রতিপেক্ষর খেলোয়াড়কে কামড় দেওয়ার অপরাধে ২০১০ সালে ৭ ম্যাচ এবং ২০১৩ সালে ১০ ম্যাচ নিষিদ্ধ হন তিনি।

উরুগুয়েন স্ট্রাইকারের এহেন কর্মকাণ্ড পরবর্তীতে বিশ্বব্যাপী জুয়াড়িদের চুম্বকের মতো টানবে তাতে  কোনো সন্দেহ নেই।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জুন ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।