ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বিশ্বকাপে দ্রুততম সময়ে গোল পরিশোধের রেকর্ড

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, জুন ২৬, ২০১৪
বিশ্বকাপে দ্রুততম সময়ে গোল পরিশোধের রেকর্ড ছবি: সংগৃহীত

ঢাকা: আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচ। খেলা শুরু হয়েছে বাংলাদেশ সময় রাত ১০টায়।

খেলার মাত্র ৮০ সেকেন্ডের মাথায় গোল পোস্টের খুব কাছ থেকে আর্জেন্টিয়ান সুপারস্টার লিওনেল মেসির বাম পায়ের শটে গোল!

সেই সঙ্গে ১-০ তে সাবেলারা এগিয়ে। আর তখনই আনন্দে আত্মহারা সারাবিশ্বের কোটি আর্জেন্টিনার সমর্থক।

তবে এ এগিয়ে থাকা মাত্র কিছু সেকেন্ডের জন্যই। আর্জেন্টিনার গোলের ঠিক ১ মিনিট পরই সুপার ঈগল নাইজেরিয়ান প্লে-মেকার আহমেদ মুসার দুর্দন্ত এক শটে ম্যাচে এলো গোল সমতা! 

বিশ্বকাপের কোনো ম্যাচে খেলা শুরুর সাড়ে চার মিনিটের মাথায় গোল পরিশোধ এ এক অনন্য বিশ্ব রেকর্ড।

বিশ্বকাপে সেকেন্ডের ব্যবধানে পল্টাপাল্টি গোলের এমন নজির খুব একটা নেই। যে নজির ২৫ জুনের ম্যাচে সারাবিশ্ব দেখলো আর্জেন্টিনা বনাম নাইজেরিয়া ম্যাচে।

ব্রাজিলের ফোর্তো আলেগ্রে শহরের এস্তাদিও বেরিয়া-রিও স্টেডিয়ামে এ দু’দলের খেলায় অধিপত্য শেষ পর্যন্ত আর্জেন্টিনার বজায় থাকলেও সেকেন্ডের ব্যবধানে গোল পরিশোধ কারিশমায় এ ম্যাচটি স্মরণীয়ই বটে।

বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, জুন ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।