ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মেসি না নেইমার কে জিতবে গোল্ডেন বুট?

সোহেলুর রহমান, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, জুন ২৬, ২০১৪
মেসি না নেইমার কে জিতবে গোল্ডেন বুট?

ঢাকা: ব্রাজিল বিশ্বকাপের প্রথম পর্ব পেরাতে না পেরোতেই জমে উঠেছে মেসি নেইমারদের গোলবন্যার লড়াই।

এবারের বিশ্বকাপ কার হাতে উঠবে এই তর্কের সঙ্গে নতুন করে যোগ হয়েছে কে হচ্ছেন এবার গোল্ডেন বুটের মালিক?

এর আগের বিশ্বকাপগুলোতে ৫-৬ গোল করেই যেখানে গোল্ডের বুটের দেখা মিলতো এখন তা মামুলিই মনে হচ্ছে।



প্রথম পর্বের তিন ম্যাচ করে শেষ হতে না হতেই এই তালিকায় যোগ হয়েছে গোটা দশেক নাম। এ নিয়ে চায়ের কাপে বইছে ঝড়।

তালিকার সব‍ার ওপরে রয়েছে মেসি ও নেইমারের নাম। দুজনের পা থেকে এসেছে ৪টি করে গোল।


চারবারের ব্যালন ডি’অর জয়ীর মেসির গোলের ভেলায় চড়েই ২৮ বছর পর সোন‍ালি ট্রফিটা উঁচু করে ধরার স্বপ্নে মশগুল আলবিসেলেস্তেরা। তাদের স্বপ্ন গোল্ডেন বুটও হবে বার্সেলোনা তারকার।

এছাড়া আর্জেন্টাইনদের আশা তৃতীয় আর্জেন্টাইন হিসেবে মেসিই গোলের দুই অঙ্ক স্পর্শ করবেন।   আর্জেন্টিনার হয়ে এই কীর্তি রয়েছে কেবল বাতিগোল খ্যাত বাতিস্তুতা (১০ গোল) ও ওরেস্তে কোর্বাত্তার।



ওদিকে, নেইমারের পায়ে ভর করে নিজ দেশে হেক্সা রেখে দিতে মগ্ন ব্রাজিলিয়‍ানরা। সেলেকাওদের স্বপ্ন নেইমারই হবে গোল্ডেন বুটের মালিক। দীর্ঘ এক যুগ ধরে লালিত হেক্সার স্বপ্ন পূরণ করবেন পেলের উত্তরসুরী এই বার্সেলোনা তারকা।

এদিকে, গোল্ডেন বুটে দৌঁড়ে পিছিয়ে নেই বেনজেমা, শাকিরি, রোবেন পার্সি ও মুলাররা। তাদের সবার রয়েছে ৩টি করে গোল।

৩ গোলের মালিকদের মধ্যে এগিয়ে রয়েছেন জার্মানির তরুণ তুর্কি মুলার। মাত্র ২ ম্যাচে তার গোল ৩টি। জার্মানিকে চতুর্থ শিরোপা জেতাতে তিনিই হতে পারেন তুরুপের তাস।

ওদিকে, জিনেদিন জিদানের পর অধরা ট্রফিটাকে আবারো প্যারিসে নিয়ে যেতে ফরাসিদের ঘোড়ার বাজি করিম বেনজেমা। ৩ গোল করে তিনিও আছেন সেরার দৌঁড়ে।

এছাড়া স্পেনকে উড়িয়ে দিয়ে শুরু করা ভন পার্সি ও রোবেনও রয়েছেন সেরাদের সেরার তালিকায়। প্রথমবারের মতো তাদের হাত ধরেই সোনালি ট্রফিতে চুমু একে দিতে চায় ডাচরা।

এর বাইরেও এবার ঝলক দেখিয়ে সেরাদের তালিকায় উঠে এসেছেন উরুগুয়ে-ইতালিকে উড়িয়ে দেওয়া কলম্বিয়ার রদ্রিগেজ, সুইজারল্যান্ডের শাকিরি ও ইকুয়েডরের আলোড়ন তোলা তারকা ভ্যালেন্সিয়া। তাদের নামের পাশে জ্বলজ্বল করছে ৩টি করে গোল।

গোল্ডেন বুটে দৌড়ে এগিয়ে আছেন যারা:

১.  মেসি (আর্জেন্টিনা): ৩ ম্যাচে ৪ গোল
২. নেইমার (ব্রাজিল): ৩ ম্যাচে ৪ গোল
৩. মুলার (জার্মানি): ২ ম্যাচে ৩ গোল
৪. বেনজেমা (ফ্রান্স): ৩ ম্যাচে ৩ গোল
৫. ভন পার্সি (হল্যান্ড): ৩ ম্যাচে ৩ গোল
৬. রোবেন (হল্যান্ড): ৩ ম্যাচে ৩ গোল
৭. ভ্যালেন্সিয়া (ইকুয়েডর): ৩ ম্যাচে ৩ গোল
৮. রদ্রিগেজ (কলম্বিয়া): ৩ ম্যাচে ৩ গোল
৯. শাকিরি (সুইজারল্যান্ড): ৩ ম্যাচে ৩ গোল

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জুন ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।