ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

দল নিয়ে চিন্তিত রোনালদো

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, জুন ২৬, ২০১৪
দল নিয়ে চিন্তিত রোনালদো

ঢাকা: ব্রাজিল বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ঘানার বিপক্ষে নামছে দল। কিন্তু এর আগে মন মেজাজ ভালো নেই দলটির তারকা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদোর।



তবে অঙ্কের হিসেবটি এখনও রয়ে গেছে। সেক্ষেত্রে ফুটবল বিশ্বে ঘানাকে বড় ব্যবধানে হারানো ছাড়াও তাকিয়ে থাকতে হবে ‘জি’ গ্রুপের অন্য ম্যাচ মার্কিন যুক্তরাষ্ট্র ও জার্মানির দিকে। এ খেলায় ড্র-ই তাদের ঠেলে দেবে নকআউট পর্বে।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে জোড়া গোলে হওয়ার পরও ড্র করার পর সতীর্থদের ওপর বেশ চটেছিলেন রিয়াল মাদ্রিদ তারকা রোনালদো।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টায় ব্রাসেলিয়ায় আফ্রিকার দেশ ঘানার মুখোমুখি হবে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল।

নিজে চোট সমস্যায় ভুগলেও এই ম্যাচে দলকে জেতাতে বেশ আক্রমণাত্মক রোনালদো। স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে ফিফার বর্ষসেরার সম্মান পেয়েছেন তিনি।

কিন্তু এই বিশ্বকাপে তার সেই ইমেজ আর রক্ষা করতে পারছেন না! চোট সমস্যাসহ নানা বিষয়ে দল নিয়ে বেশ চিন্তিত তিনি।

অনেকটা হতাশ নিয়েই এই তারকা খেলোয়াড় বলেন, ‘পর্তুগাল এবারের বিশ্বকাপে জিতবে তা ভাবছি না। ’

তিনি বলেন, বাস্তবতা মেনে নিতে হবে। দলের নানা সমস্যা রয়েছে। আসরে অংশ নেওয়া অন্য দলগুলো আমাদের থেকে বেশ ভালো খেলছে। অনেকে নৈপূণ্য দেখিয়ে ইতোমধ্যে পরের রাউন্ডে যাওয়াও নিশ্চিত করেছে। নিজেদের সম্পর্কে বেশ ভালোভাবে জানি, মেনে তো নিতেই হবে।

গত ২২ জুন মানাউসের অ্যারেনা অ্যামজোনিয়া স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলার পর ফের তার হাঁটুর চোট নিয়ে কথা ওঠে।

তবে পর্তুগাল জাতীয় দলের চিকিৎসক হেনরিক জোনস বলেন, সত্যি কথা বলেত রোনালদো এখনও শতভাগ ফিট নয়। তবে আগের থেকে এখন অবস্থা বেশ ভালো। মাঠে নামতে কোনো সমস্যা নেই। এখন মানসিক দিয়ে কিছুটা পিছিয়ে রয়েছেন তিনি।

এদিকে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে দুর্দান্ত খেলেও শেষ পর্যন্ত দুই গোলে ড্র করে মাঠ ছাড়তে হয় ঘানাকে।

নিজেদের গ্রুপের প্রথম ম্যাচে হার আর দ্বিতীয় ম্যাচে ড্র। শেষ খেলায় পর্তুগালের বিপক্ষে এবার তাদের কঠিন লড়াই।

পাওলো বেন্তোর শিষ্যরা ব্রাসেলিয়ায় যদি বড় ব্যবধানে ঘানাকে হারায়, আর জার্মানির কাছে যুক্তরাষ্ট্র হারে, তাহলেই নকআউটে যাওয়ার সুযোগ পাবে পর্তুগাল।

তবে ২০১০ সালের বিশ্বকাপে নকআউট পর্বের একমাত্র আফ্রিকান দল ঘানা অবশ্য নিজেদের নিয়েই ভাবছে।
 
এ নিয়ে অনেকটা আত্মবিশ্বাসী দলের কোচ জেমস আপিয়া।

তিনি সংবাদ মাধ্যমকে বলেন, জার্মানির বিপক্ষে যে খেলাটা খেলেছি, সেটাই পর্তুগালের সঙ্গেও খেলতে বলেছি ছেলেদের। এখনও একটা ম্যাচ হাতে রয়েছে।   চেষ্টা করবো এগিয়ে যেতে।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জুন ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।