ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সান্ত্বনার জয় নিয়ে বিদায় রোনালদোর পর্তুগালের

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৬ ঘণ্টা, জুন ২৬, ২০১৪
সান্ত্বনার জয় নিয়ে বিদায় রোনালদোর পর্তুগালের

ঢাকা: ঘানার বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে সান্ত্বনার জয় তুলে নিয়ে বিশ্বকাপকে বিদায় জানালো ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। পয়েন্ট তালিকায় গ্রুপের রানারআপ যুক্তরাষ্ট্রের সঙ্গে সমানভাবে থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় ২০১৪ বিশ্বকাপকে বিদায় জানাতে হলো পর্তুগিজদের।

বৃহস্পতিবার ঘানার বিপক্ষে ২-১ গোলে জয় তুলে নিয়ে চলতি বিশ্বকাপের মাঠ শেষবারের মতো ছেড়ে গেছে পর্তুগাল।

প্রথম দুই ম্যাচে অনুজ্জ্বল থাকলেও বিদায়ী ম্যাচে টিকে থাকার লড়াইয়ে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে গেছেন রোনালদো। প্রথমার্ধে পর্তুগিজরা আত্মঘাতী গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতে ঘানা সমতায় ফিরলেও ৭৯ মিনিটের মাথায় ডি-বক্সের মাঝখান থেকে জোরালো শটে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে গোল উদযাপন করেন রোনালদো। তার করা গোলে খেলায় ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল।

এর আগে, খেলার ছয় মিনিটের মাথায়ই হ্যান্ডবলে অভিযুক্ত হন পর্তুগালের জোয়াও মোতিনহো। সাত মিনিটের মাথায় ফাউলে অভিযুক্ত হন ঘানার মাজিদ ওয়ারিস। একইসময়ে ম্যাচের প্রথম ফ্রি কিক করেন পর্তুগালের জোয়াও পেরেইরা।

১০ মিনিটের মাথায় ঘানার ক্রিশ্চিয়ান অ্যাতসু ডি-বক্সের বাইরে থেকে বাম পায়ের শটে বল প্রতিপক্ষের জালে জড়াতে চাইলে তা দক্ষতার সঙ্গে ক্লিয়ার করে দেন পর্তুগিজ ডিফেন্ডাররা।



১২ মিনিটের মাথায় ডি-বক্সের বাইরে থেকে রোনালদোর ডান পায়ের জোরালো শট আটকে দেন ঘানাইয়ান গোলরক্ষক।

১৯ মিনিটের মাথায় ‍আবারও ব্যর্থ প্রচেষ্টা চালান রিয়াল মাদ্রিদ তারকা। জোয়াও পেরেইরার পাসে  ডি-বক্সের মাঝখান থেকে প্রতিপক্ষের গোলপোস্ট লক্ষ্য করে জোরালো হেড নেন রোনালদো। কিন্তু সেই হেডও নিপুণ দক্ষতায় ফিরিয়ে দেন ঘানার গোলরক্ষক।

২০ মিনিটের মাথায় পাল্টা ‍আক্রমণে গিয়ে জন বোয়ের পাসে ডি-বক্সের মাঝখান থেকে ডান পায়ের শট নেন আসমোয়াহ গায়ান। কিন্তু সেটি ফিরিয়ে দেন পর্তুগিজ গোলরক্ষক।

ঠিক একইসময়ে আবারও আক্রমণে গিয়ে মিগেল ভেলেসোর পাসে ডি-বক্সের মাঝখান থেকে জোরালো হেড নেন এডের। কিন্তু এ প্রচেষ্টাও প্রতিপক্ষের গোলরক্ষকের দক্ষতায় ব্যর্থ হয়।

৩১ মিনিটের মাথায় রোনালদো গোলপোস্ট লক্ষ্য করে শট নিলে সেটা ক্লিয়ার করার সময় ঘানার ডিফেন্ডার বোয়ের গায়ে লেগে নিজেদের জালেই জড়িয়ে যায়। এতে ১-০ গোলে এগিয়ে যায় ‍পর্তুগিজরা।

এরপর বেশ কয়েকটি আক্রমণ পাল্টা-আক্রমণ চলে। তবে কোনো পক্ষই চূড়ান্ত লক্ষ্যে বল পৌঁছাতে পারেনি। শেষ পর্যন্ত প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় রোনালদোর পর্তুগাল।

দ্বিতীয়ার্ধে খেলতে নেমে আবারও আক্রমণে যায় পর্তুগিজরা। তাদের সঙ্গে পাল্লা দিয়ে পাল্টা ‍আক্রমণ করতে থাকে ঘানাইয়ানরাও।

৪৬ মিনিটের মাথায় ফাউলে অভিযুক্ত হন পর্তুগিজ ডিফেন্ডার পেপে।

বেশ কয়েকবার আক্রমণে যাওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ৫৭ মিনিটের মাথায় প্রথম সাফল্য পায় ঘানা শিবির।

কাদমো আসমোয়ার পাসে ডি-বক্সের মাঝখান থেকে দুর্দান্ত হেডে পর্তুগালের জালে বল পাঠান ঘানার আসমোয়াহ গায়ান। এই গোলের ফলে প্রথমার্ধে আত্মঘাতী গোলে পিছিয়ে থাকা ঘানা ১-১ গোলে সমতায় ফেরে।

এরপর ফের আক্রমণ-পাল্টা আক্রমণ চলতে থাকে। এর মধ্যে ৭৯ মিনিটের মাথায় সুযোগ পেয়ে যান রোনালদো। সতীর্থের করা শট গোলবারে লেগে ফিরে এলে ডি-বক্সের মাঝখান থেকে জোরালো শটে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে গোল উদযাপন করেন তিনি। তার গোলে ম্যাচে ফের ২-১ ব্যবধানে এগিয়ে যায় পর্তুগাল।

এরপর বেশ কয়েকটি আক্রমণ পাল্টা-আক্রমণ চলে। তবে কোনো পক্ষই চূড়ান্ত লক্ষ্যে বল পৌঁছাতে না পারায় ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগিজরা।

খেলায় ৫৮ শতাংশ বল দখল নিয়ে খেলে পর্তুগাল। বিপরীতে ৪২ শতাংশ বল দখলে ছিল ঘানাইয়ানদের।

প্রতিপক্ষের গোলপোস্টে ঘানা শট নেয় ১৭ বার,  এর মধ্যে তিনটি ফিরিয়ে দেন গোলরক্ষক এবং একটি চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে, বাকিগুলো হয় লক্ষ্যভ্রষ্ট। অপরদিকে পর্তুগিজরা শট নেয় ১৮ বার, এ মধ্যে ছয়টি ফিরিয়ে দেন গোলরক্ষক, একটি পৌঁছে চূড়ান্ত লক্ষ্যে, বাকিগুলো হয় লক্ষ্যভ্রষ্ট।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১০টায় ব্রাসিলিয়ার এস্তাদিও ন্যাসিওনাল স্টেডিয়ামে মুখোমুখি হয় ‘জি’ গ্রুপভুক্ত দু’দল।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুন ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।