ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

পরিবেশ মেক্সিকোর অনুকূলে থাকবে: রোবেন

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, জুন ২৯, ২০১৪
পরিবেশ মেক্সিকোর অনুকূলে থাকবে: রোবেন আর্জেন রোবেন

ঢাকা: শেষ ষোলোর লড়াইয়ে মেক্সিকোকে পেছনে ফেলে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে ব্রাজিলের ফোর্ট‍ালেজার পরিবেশ ও পরিস্থিতি মেক্সিকোর জন্য সহায়ক হবে বলে মনে করেন হল্যান্ড তারকা আর্জেন রোবেন।

তবে তিনি আত্মবিশ্বাসী ব্রাজিলকে রুখে দিয়ে চমক জাগানো অকুতোভয় মেক্সিকোকে হারিয়েই তার দল শেষ আটে জায়গা করে নেবে।



বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে ৫-১ এ উড়িয়ে দেওয়ার নায়ক মনে করেন, গ্রুপ পর্বে তিন ম্যাচ জিতে আসা তার দল এবার অনেক পথ যাবে।

তবে মিগুয়েল হেরার‍ার শিষ্যদের হারাতে ডাচরা কেবল দুই জনের ওপর নির্ভরশীল নয় বলেও জানিয়ে দেন
বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার।

অরেঞ্জদের নায়ক বলেন, মেক্সিকো শক্ত প্রতিপক্ষ। বিশেষ করে যখন ত‍ারা ব্রাজিলে খেলছে। এখানে তারা সুবিধা পাবে। এর‍াই ব্রাজিলের মতো দলের বিপক্ষে ০-০ গোলে ড্র করছে।

ডাচ এই তারকা বলেন, এটা সত্যিই অবিশ্বাস্য শুরু। বিশ্বকাপ শুরুর আগে কেউ আমাকে তিন ম্যাচ জয়ের কথা বললে আমি কখনোই বিশ্বাস করতাম না।

রোববার বাংলাদেশ সময় রাত ১০টায় ফোর্টালেজায় মুখোমুখি হবে গ্রুপ বি চ্যাম্পিয়ন হল্যান্ড ও গ্রুপ এ রানার আপ মেক্সিকো।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, জুন ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।