ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ময়দানি লড়াইয়ে জর্মানি-আলজেরিয়া

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৭ ঘণ্টা, জুলাই ১, ২০১৪
ময়দানি লড়াইয়ে জর্মানি-আলজেরিয়া

তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে মাঠে নেমেছে অপেক্ষাকৃত কম শক্তিধর আফ্রিকান জায়ান্ট আলজেরিয়া। অবশ্য শেষ দু’বারের মুখোমুখি খেলায় আলজেরিয়ার কাছে হার মেনেছে জার্মানি।



মাঠে নামছে আফ্রিকান জায়ান্ট আলজেরিয়া। দু’দলই তাদের একাদশ ঘোষণা করেছে।  

নকআউট পর্বে এ খেলা মঙ্গলবার দিবাগত রাত ২টায় ব্রাজিলের পোর্তো আলেগ্রে শহরের বেইরা-রিও স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে দু’বারের মুখোমুখি দ্বৈরথে জার্মানি দুটোতেই হেরেছে। আর ১৯৮২ সালে বিশ্বকাপের একমাত্র মোকাবেলায় ২-১ গোলে হেরে বিদায় নিতে হয় জার্মানদের।

পোর্তো আলেগ্রেতে এ ম্যাচে খেলতে পারছেন না জার্মানি ফরোয়ার্ড লুকাস পোডলস্কি। উরুর চোটের কারণে এ ম্যাচে তাকে বিশ্রামে রাখা হয়েছে।

২৯ বছর বয়সী পোডলস্কি গ্রুপ পর্বের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলার সময় চোট পান। সে ম্যাচে জার্মানরা জিতেছিল ১-০ গোলে। ম্যাচ শেষে পোডলস্কির এমআরআই স্ক্যান করা হয়। স্ক্যান রিপোর্টে তার চোটকে গুরুতর হিসেবে দেখা যায়।

জার্মানি একাদশ
ম্যানুয়েল ন্যুয়ার (১), বেনেডিক্ট হোয়েডেস (৪), পার মারতেসকার (১৭), জেরোমে বোয়াটেং (২০), মার্কো রিউস (২১), বাস্তিয়ান শোয়েনস্টেইগার (৭), ফিলিপ লাম (১৬), টনি ক্রুস (১৮), মেসুত ওজিল (৮), থমাস মুলার (১৩), মারিও গোটশে (১৯)।

কোচ: জোয়াচিম লো (জার্মানি)।

আলজেরিয়া একাদশ
রাইস মা’বোলহি (২৩), ফৌজি গুলাম (৩), রফিক হালিচ (৫), আইসা মান্ডি (২০), এসাইদ বেলকালেম (৪), মেদি লাচেন(৮), সাফির তাইদার (১৯), মেহদি মোস্তেফা (২২), ইসলাম স্লিমানি (১৩), হিলাল সৌদানি (১৫)।

কোচ : হালি হদিস বাহিত (বাহরাইন)।

বাংলাদেশ সময়: ০১৫৯ ঘণ্টা, জুলাই ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।