ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

দল ও কোচের ওপর ক্ষেপেছেন ম্যারাডোনা

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, জুলাই ২, ২০১৪
দল ও কোচের ওপর ক্ষেপেছেন ম্যারাডোনা দিয়াগো ম্যারাডোনা

আর্জেন্টাইন ফুটবল লিজেন্ড দিয়াগো ম্যারাডোনা ভীষণ ক্ষেপেছেন দল ও কোচের ওপর। বিশ্বকাপে দলের এ যাবৎকালের পারফরমেন্সে মোটেই খুশি নন তিনি।


আক্রমণভাগে মেসি একা আর কত সামলাবেন, সে নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন ম্যারাডোনা।

আর এ জন্য কোচ অ্যালেজান্দ্রো সাবেলার ওপরই দোষ চাপাচ্ছেন তিনি।

মঙ্গলবার সুইজারল্যান্ডের বিরুদ্ধে অতিরিক্ত সময়ে শেষ মুহূর্তের গোলে ১-০ জয়ে মোটেই খুশি হতে পারেননি ম্যারাডোনা।
প্রতিপক্ষ এতটা পারফরম্যান্স কি করে দেখালো তা নিয়েই ক্ষোভ তার।

‘আর্জেন্টিনা তার খেলা এখনো শুরুই করতে পারেনি’, এমনটাই বললেন ম্যারাডোনা।

“দলে এখনো কোনো গতি আসেনি, আক্রমনভাগে নড়াচড়াই দেখি না, এতে আমার ভেতরে ভেতরে ক্ষোভ বাড়ছে। ভালো কিছু করতে হলে আর্জেন্টিনাকে দলগতভাবেই খেলতে হবে। ”

মেসি খুবই একা হয়ে পড়ছে মাঠে, বলেন ম্যারাডোনা। দলে কেউ কেউ আছে যারা এখনো বিশ্বকাপের মানে খেলা উপহার দিতে পারছে না।  
গোটা দল তার সম্ভাবনার ৪০ ভাগ মাত্র খেলতে পারছে, এমনটাই মত তার।

বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচের কথা স্মরণ করে ম্যারাডোনা বলেন, আর্জেন্টাইন দল যদি জেগে না ওঠে, আমাদের ভুগতে হবে। আগামী সোমবার ব্রাসিলিয়ার মাঠে রেড ডেভিলসদের মুখোমুখি হতে হবে আর্জেন্টাইনদের।

বাংলাদেশ সময় ১৯৪০ ঘণ্টা, জুলাই ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।