ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বিশ্বকাপের পারিশ্রমিক ফিলিস্তিনে দেবে আলজেরিয়া

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, জুলাই ৩, ২০১৪
বিশ্বকাপের পারিশ্রমিক ফিলিস্তিনে দেবে আলজেরিয়া ছবি: সংগৃহীত

ঢাকা: নিজেদের পারফর্ম্যান্স দিয়ে বিশ্ববাসীর মন জয় করা আলজেরিয়া দলের খেলোয়াড়েরা সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বকাপ থেকে অর্জিত পারিশ্রমিক গাজার যুদ্ধবিধ্বস্ত মানুষের সাহায্যার্থে ব্যয় করবেন।

আফ্রিকান দলটির তারকা স্ট্রাইকার স্লিমানি ইসলাম দলের পক্ষ থেকে এ তথ্য জানিয়েছেন।



আলজেরিয়াসহ শেষ ষোলো নিশ্চিত করা প্রতিটি দলকে বিশ্বকাপের আয়োজক সংগঠন ফিফা ৯ মিলিয়ন মার্কিন ডলার প্রাইজ মানি দেবে।

আফ্রিকান অঞ্চলের অন্য দুটি দেশ ঘানা ও ক্যামেরুনের খেলোয়াড়েরা যখন নিজ নিজ দেশের বোর্ডের সঙ্গে বেতন-বোন‍াসের দাবিতে প্রায় ‍যুদ্ধোন্মুখ তখন, আলজেরিয়ান খেলোয়াড়দের অনুদানের ঘোষণা উদাহরণ তৈরি করেছে।

বিশ্বকাপে প্রথমবারের মতো দ্বিতীয় রাউন্ডে উঠে ইতিহাস তৈরি করেছে আলজেরিয়ান ফুটবলাররা। শেষ ষোলোর খেলায় জার্মানির বিপক্ষে অতিরিক্ত সময়ে বেদনাদায়ক পরাজয়ের পর দেশটির জনগণ তাদের খেলোয়াড়দের বীরের মর্যাদায় গ্রহণ করেছে।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।