ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

কালোবাজারে বিশ্বকাপ টিকিট বিক্রির পেছনে ফিফা

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, জুলাই ৪, ২০১৪
কালোবাজারে বিশ্বকাপ টিকিট বিক্রির পেছনে ফিফা

ফুটবলের সৌন্দর্যের আড়ালে ব্রাজিল বিশ্বকাপে কালোবাজারে দেদারছে টিকিট বিক্রি হচ্ছে। আর এর সঙ্গে জড়িত খোদ ফিফা কর্মকর্তা।

বৃহস্পতিবার ব্রাজিলিয়ান পুলিশ প্রধান তদন্ত শেষে এ কথা জানান।

এদিকে টিকিট বিক্রির অভিযোগে মঙ্গলবার ১১ জনকে আটক করেছে ব্রাজিলিয়ান পুলিশ। এদের মধ্যে রয়েছেন ব্রাজিলের সাবেক তারকা খেলোয়াড় রোনাল্ডোর ভাই রবার্টো ডি আসিস মরেইরা। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরো গ্রেফতারে সাবেক ফ্রেঞ্চ ফিফা প্রধান জুলেট রিমেটের নামে অভিযান চালাচ্ছে পুলিশ। এ ব্যাপারে ফিফাকে অবগত করেনি পুলিশ।

পুলিশ কমিশনার ফ্যাবিও বরুকে বলেন, লাখ লাখ ডলার মূল্যের টিকিট কালোবাজারে চলে যাচ্ছে। এর সঙ্গে জড়িত ফিফা কর্মকর্তা, ফিফা টিকিট এজেন্সি এবং ম্যাচ হসপিটালিটির কোন মধ্যস্বত্বভোগী।

বরুকে বলেন, আরা জড়িত সেই ফিফা কর্মকর্তাকে চিহ্নিত করতে না পারলেও তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে পেরেছি। ধারণা করা হচ্ছে তিনি রিও ডি জেনিরিও বিলাসবহুল হোটেলের কোপাকাবানা প্যালসে আছেন। বিদেশী ওই ব্যক্তিকে গ্রেফতারে আমাদের এ মুহূর্তে ফিফার সাহায্য দরকার নেই।

পুলিশ বলছে, ফুটবলের গভর্নিং বডির সঙ্গে চুক্তির মাধ্যমে কালোবাজারে টিকিট চলে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।