ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

নেইমারের জন্য সর্বস্তরের সমবেদনা

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, জুলাই ৫, ২০১৪
নেইমারের জন্য সর্বস্তরের সমবেদনা

ঢাকা: কলম্বিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচে দুভার্গ্যজনকভাবে পিঠে মেরুদণ্ডের কশেরুকায় আঘাত পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন ব্রাজিলের ফরোয়ার্ড নেইমার। তার ছিটকে পরার ঘটনায় রাজনীতিবিদ, তারকাসব খেলোয়াড় থেকে শুরু করে প্রতিপক্ষ দলের খেলোয়াড়রাও সমবেদনা জানিয়েছেন।



ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক রুদ্রিগো লাসমার জানিয়েছেন চোটের কারণে নেইমারকে হয়তো চার থেকে ছয় সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। দলের সতীর্থ ফ্রেড এক সামাজিক গণমাধ্যমকে ক্ষুদে বার্তায় লিখে জানিয়েছেন, ‘আমরা নেইমারের জন্য এবারের বিশ্বকাপ জিততে চাই। এটা আমাদের বিশ্বশিরোপা জেতার আর একটি মূখ্য কারণ। ’

দেশের প্রেসিডেন্ট দিলিমা রউসেফ তার সমবেদনা জানাতে গিয়ে টুইট করে লিখেছেন, ‘আমাদের সবার সমর্থন থাকল নেইমারের প্রতি। ’ জাতীয় দলের সতীর্থ পাউলিনহো, জো এবং উইলিয়ান প্রত্যেকে তাদের ক্ষুদে বার্তায় নেইমারের জন্য সমবেদনা জানিয়েছেন।

বাস্কেটবল সুপার স্টার লেবরন জেমস এবং সুপার মডেল গিসেল বুন্ডচেন নেইমারের প্রতি তাদের সহানুভূতি জানিয়েছেন।

জার্মানির বিপক্ষে প্রথম সেমিফাইনালে লড়বে নেইমারহীন ব্রাজিল। জার্মানির তারকা ফুটবলার মেসুত ওজিল বলেছেন, ‘নেইমার, আমি খুবই মর্মাহত। শীঘ্রই সুস্থ হয়ে উঠো। ’ জার্মানির আরেক তারকা ফুটবলার লুকাস পোডলস্কি বলেছেন, ‘আজকের জয়ের পর (ফ্রান্সের বিপক্ষে) আমি খুশি। ব্রাজিলের বিপক্ষে সেমিতে খেলার জন্য আর অপেক্ষা করতে পারছি না। তবে নেইমারের জন্য আমি সমব্যাথী। আশা করি তুমি দ্রুতই সেরে উঠবে। ’

আর এতকিছুর জন্য দায়ী করা হচ্ছে কলম্বিয়ার জুনিগাকে। তার একটি আঘাতের জন্যই নেইমার বিশ্বকাপ থেকে ছিটকে পরেছেন। তবে জুনিগা এ ব্যাপারে তেমন কিছু না বললেও শুধু এটুকু বলেছেন, ‘আমি দেশের হয়ে খেলি, কাউকে চোটাক্রান্ত করার জন্য খেলিনা। ’

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ৫ জুলাই ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।