ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

হল্যান্ডকে রুখে দিয়ে টাইব্রেকারে ম্যাচ

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৯ ঘণ্টা, জুলাই ৬, ২০১৪
হল্যান্ডকে রুখে দিয়ে টাইব্রেকারে ম্যাচ ছবি: সংগৃহীত

নির্ধারিত ও অবিরিক্ত সময়ে গোলের স্বাদ পেতে দেয়নি হল্যান্ডকে। এর পেছনে কোস্টারিকান গোলরক্ষক নাভাসের অবদান পুরোটাই।



পুরো ম্যাচে ৮ গোল সে সেভ করেছে। অন্যদিকে হল্যান্ডের গোলরক্ষক করেছে মাত্র একটি।

১২০ মিনিট গোলশূন্য থাকায় হল্যান্ড-কোস্টারিকার ম্যাচ গড়ালো টাইব্রেকারে। রোভেন-পার্সিরা কোস্টারিকার রক্ষণভাগ কয়েকবার ভেদ করলেও গোলরক্ষক নাভাসের দায়ীত্বশীল দৃঢ়তায় গোলের দেখা পায়নি নেদারল্যান্ড।

ভাগ্য দেবি যেন মুখ থেকে কেড়ে নিচ্ছে নেদারল্যান্ডের স্বপ্ন। নিশ্চিত গোল হয়েও না হওয়াটা তারই ইঙ্গিত বহন করে।

দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তে রবিন ভ্যান পার্সির ফ্রি-কিক থেকে করা শট সরাসরি গোলরক্ষকের কাছে যায়। অত্যন্ত দ্রুততার সঙ্গে তা ফিরিয়ে দেন নাভাস।

এরপর আবারো আক্রমণ, আবারো পার্সি। এবারে গোলরক্ষককে ফাকি দিলেও রক্ষণভাগের দৃঢ়তায় গোল হয়েও হলোনা।

তিনবার বিশ্বকাপের ফাইনালে গিয়েও স্বপ্নের ট্রফি হাতে নিতে পারেনি ভাগ্য দেবির সাক্ষাত না পাওয়া নেদারল্যান্ডের মুখোমুখি হয়েছে দুই যুগ পর প্রথমবারের কোয়ার্টার ফাইনালে ওঠা কোস্টারিকা।

রোববার দিবাগত রাত ২টায় ব্রাজিলের সেলভাদর স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দু’দল।

বাংলাদেশ সময়: ০৪৩৮ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।