ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

ফুটবল

হৃদয়ছোঁয়া মুহূর্তের জন্ম দিলো রোবেনের ছেলে

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, জুলাই ১০, ২০১৪
হৃদয়ছোঁয়া মুহূর্তের জন্ম দিলো রোবেনের ছেলে ছবি: সংগৃহীত

ঢাকা: এবারের বিশ্বকাপে উরুগুয়ান তারকা লুইস সুয়ারেজের কামড়ের ছবি ঝড় তোলে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সব মিডিয়ায়। কিন্তু দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে নেদারল্যান্ডের হারের পর অন্যরকম একটি ছবি হৃদয় জয় করলো সবার।

সাড়া জাগালো আরও বেশি।

ছবিটি অ্যারিয়েন রোবেন ও তার পরিবারের। ডাইভিংয়ে বিতর্ক জন্ম দেওয়া কোনো ছবি কিন্তু নয়, যেটার জন্য তিনি সবচেয়ে বেশি আলোচিত সমালোচিত হয়েছেন।

বুধবার ম্যাচের পর দর্শকহৃদয়ে রোবেন জায়গা করে নিলেন অন্যভাবে। টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে হারের পর রোবেন ছোটেন গ্যালারিতে বসা তার স্ত্রী বার্নাডিয়েন এইলার্ট  ও পুত্র লুকার কাছে।

কিন্তু সবাইকে অবাক করে দিয়ে তার শিশুপুত্রটি ‍বাবা আসছেন দেখে কান্নায় মুখ লুকান মায়ের বাহুতে।

শুধু তাই নয়, স্ত্রী এইলার্ট যখন রোবেনকে সান্ত্বনা দিচ্ছিলেন তখন বাবার হাতের ছোঁয়াও যেন ভালো লাগছিল না শিশু লুকার। অগত্যা রোবেন মুখ বেজার করে চলে যান মাঠের দিকে।

কমলা রঙের কান্না আর বাবার মলিন মুখ বিমুখ করেছে এই অনেকটা অবুঝ শিশুকেও। হয়তো দেশের এই ভবিষ্যত ফুটবলার মেনে নিতে পারেনি তার দেশের হার।

ছবিটি হৃদয় ছুঁয়েছে সবার। এটাও বলা হচ্ছে, বিশ্বকাপে এখন পর্যন্ত এটাই সবচেয়ে হৃদয়স্পর্শী ছবি।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, জুলাই ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।