ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ফাইনালে জার্মানিকে ফেভারিট মানছেন স্যাবেলা

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, জুলাই ১০, ২০১৪
ফাইনালে জার্মানিকে ফেভারিট মানছেন স্যাবেলা

ঢাকা: ফুটবল বিশ্বকাপের বিংশ আসরের ফাইনালে দুরন্ত জার্মানিই ফেভারিট হিসেবে খেলছে বলে স্বীকার করেছেন আর্জেন্টাইন কোচ আলেসান্দ্রো স্যাবেলা। স্যাবেলার মতে, রোববারের ফাইনালে ভালোভাবে বিশ্রাম নিয়ে অপেক্ষারত জোয়াকিম লো’র শিষ্যরা এগিয়ে থাকবে।



মঙ্গলবার রাতে ব্রাজিলকে হারিয়ে জার্মানি শিরোপা জয়ের মাঠে পৌঁছানোর পর বুধবার রাতে নেদারল্যান্ডসকে হারিয়ে সে মাঠে নামার টিকিট পায় আর্জেন্টিনা।

দু’দলের শিরোপা জেতার লড়াইকে সামনে রেখে স্যাবেলা স্বীকার করেন, স্বাগতিকদের সঙ্গে ৭-১ গেলের উড়ন্ত জয়ের পর জার্মানি বেশ কিছু দিন বিশ্রামের জন্য সময় পেয়েছে, অপরদিকে নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ের পর আমরা সেভাবে বিশ্রামের সময় পাচ্ছি না। আমাদের কিছু খেলোয়াড় আঘাতপ্রাপ্ত, কিছু খেলোয়াড় পুরো টুর্নামেন্টজুড়ে মাঠে দৌঁড়ে ক্লান্ত-যেন যুদ্ধজয় পরবর্তী অবস্থা, কথা বলারও শক্তি নেই।

আর্জেন্টাইন কোচ বলেন, আমাদের ফাইনাল খেলতে হবে মাত্র একদিনেরও কম সময় বিশ্রাম নিয়ে, তাও আবার জার্মানির মতো দলের সঙ্গে। তবে আমরা আমাদের সর্বোচ্চটি নিয়ে খেলবো এবং টুর্নামেন্টের চূড়ান্ত সফলতা পাওয়ার চেষ্টা করবো।

২৪ বছর পর লাতিন আমেরিকানদের ফাইনালে পৌঁছানো স্যাবেলা স্বীকার করেন, জার্মানরা সত্যিই ভয়ংকর এবং আমি স্মরণ করছি, তারা একবারও অতিরিক্ত সময়ে ম্যাচ গড়াতে দেয়নি, কিন্তু আমাদের দু’বার এমনকি সেমিফাইনালেও অতিরিক্ত সময়ে খেলতে হয়েছে।

১৯৯০ সালের বিশ্বকাপের ফাইনালে জার্মানির (তৎকালীন পশ্চিম জার্মানি) কাছে ১-০ গোলে হারার পর আর কখনো ফাইনালে উঠতে পারেনি আর্জেন্টিনা। দীর্ঘ দু’যুগ পর আবারও তাদের শিরোপা মঞ্চের প্রতিদ্বন্দ্বী সেই জার্মানি।

দুই চিরপ্রতিদ্বন্দ্বীর শিরোপা হাতে নেওয়ার লড়াইয়েল ফলাফল কী দাঁড়ায় সেটা দেখতে চোখ রাখতে আগামী ১৩ জুলাই রাত ১টায় রিওডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, জুলাই ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।