ঢাকা: আপনি যদি ‘ফিফা করাপশন’ নামের এই টুইটারের ফলোয়ার হয়ে থাকতেন, তবে অবশ্যই ফাইনালের আগে ম্যাচের ফলাফল হুবহু জেনে যেতে পারতেন। এমনই দাবি করে ফাইনালের আগে করা এই টুইট এখন বিশ্বজুড়ে ঝড় তুলেছে।
‘ফিফা করাপশন’ নামের এ টুইট অ্যাকাউন্ট থেকে ফাইনালের আগের দিন (কমপক্ষে ১৬-১৭ ঘণ্টা আগে) কিছু লেখা পোস্ট করা হয়। যা ম্যাচের ঘটে যাওয়া ঘটনাকে হুবহু মিলিয়ে দিয়েছে।
ধারণা করা হচ্ছে কোনো জার্মানি ফুটবল ভক্ত এ অ্যাকাউন্টটি তৈরি করেছে। সেখানে লেখা ছিল ‘জার্মানি ১-০ গোলে জয় পাবে। গোলটি হবে ম্যাচের অতিরিক্ত সময়ে। আর গোলটি আসবে মারিও গোৎজের পা থেকে। ’
সে সময় এই অ্যাকাউন্টের ফলোয়ার ছিল ১২ হাজার, তবে বর্তমানে ফলোয়ারের সংখ্যা প্রায় সাড়ে ৪৬ হাজার।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ১৪ জুলাই ২০১৪