ঢাকা: ব্রাজিল ফুটবল দল এখন আর জার্মানি বা স্পেন ফুটবল দলের মানে নেই বলে মন্তব্য করেছেন পোস্টারবয় নেইমার। ব্রাজিল ফুটবল দলের ইউরোপীয় ট্রেনিং পদ্ধতির প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি।
তিনি বলেন, আমি মনে করি ব্রাজিল ফুটবল দল পিছিয়ে আছে, তারা পিছিয়ে আছে জার্মানি ও স্পেন ফুটবল দল থেকে।
ব্রাজিলিয়ান ফুটবল ক্লাবগুলোর সমালোচন করে বার্সার এ তারকা বলেন, ইউরোপীয় ফুটবলারদের সঙ্গে তাল মেলাতে হলে আমাদের ফুটবলারদের আরও বেশি যত্ন নিতে হবে।
গত ৪ জুলাই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার জুনিগারের রাফ ট্যাকলে মেরুদণ্ডের তৃতীয় কশেরুকায় গুরুতর আঘাত পেয়ে বিশ্বকাপ মিশন শেষ হয় নেইমারের। এবারের বিশ্বকাপে ৫ ম্যাচ খেলে চার গোল করেন নেইমার।
ইনজুরির কারণে আগামী ২৩ আগস্ট থেকে শুরু হওয়া লা-লিগা মৌসুমে নেইমার অংশ নিতে পারবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়।
বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৪