ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

বুফনের অনন্য রেকর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
বুফনের অনন্য রেকর্ড

ঢাকা: সিরি আ’র ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে গোলবার সুরক্ষিত রাখার নতুন রেকর্ড গড়েছেন জিয়ানলুইজি বুফন। ভেঙে ফেলেন সাবেক এসি মিলান কিংবদন্তি সেবাস্তিয়ানো রসির ২৩ বছরের পুরনো রেকর্ড।

তুরিনোর বিপক্ষে ম্যাচটিতে এমন কীর্তি গড়লেও নিজের অপরাজেয় ধারাটা ধরে রাখতে পারেননি ইতালিয়ান অধিনায়ক।

তুরিনোর মাঠে ৪-১ গোলের জয় পায় জুভেন্টাস। খেলা শুরুর চার মিনিট যেতেই রসির ৯২৯ মিনিটের রেকর্ড টপকে যান বুফন। পল পগবা ও সামি খেদিরার গোলে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকে জুভিরা।

দ্বিতীয়ার্ধ শুরুর তিন মিনিটের মাথায় ‘বুফন দেয়াল’ ভাঙেন তুরিনোর ইতালিয়ান স্ট্রাইকার আন্দ্রেয়া বেলোত্তি। পরে আলভারো মোরাতার জোড়া গোলে বড় জয় নিয়েই মাঠ ছাড়েন ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির শিষ্যরা।

এ ম্যাচের আগে সবশেষ সাম্পদোরিয়ার বিপক্ষে গত ১০ জানুয়ারির ম্যাচে বুফনকে হার মানান অ্যান্তোনিও কাসানো। যদিও ম্যাচটি ২-১ গোলে জিতে নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

রসির রেকর্ড ভাঙতে সময় লেগেছে দীর্ঘ ২৩ বছর। এবার বুফনের ৯৭৪ মিনিট গোল হজম না করার কীর্তিটি যে ‍অনেকদিন টিকে থাকবে তা আর বলার অপেক্ষা রাখে না! সেক্ষেত্রে টানা ১১ মাচে (১০ ম্যাচ+৭৫ মিনিট) প্রতিপক্ষকে গোলবঞ্চিত রাখতে হবে। বুফন-রসির মতো গোলরক্ষক ক’জনই বা হতে পারবেন?

এ তালিকায় তৃতীয় স্থানে জুভিদেরই সাবেক গোলরক্ষক ডিনো জফ। ১৯৭২-৭৩ মৌসুমে তিনি টানা ৯০৩ মিনিট গোলবার সুরক্ষিত রেখেছিলেন। আর ১৯৯২-৯৩ মৌসুম ৯২৯ মিনিট এসি মিলানের ত্রাতার ভূমিকায় ছিলেন রসি।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, মার্চ ২১, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।