ঢাকা: ‘লিওনেল মেসির পাশে খেলা সত্যিই বেশ কষ্টকর’- আর্জেন্টাইন অধিনায়ক প্রসঙ্গে কথাটি বলেছেন তার স্বদেশী কার্লোস তেভেজ। মেসির পাশে দেশের জার্সি গায়ে খেলা আরও বেশি কঠিন বলে মনে করেন আসন্ন কোপা আমেরিকার আসরে খেলার আশাবাদ ব্যক্ত করা তেভেজ।
বার্সেলোনার তারকা মেসির পাশে জাতীয় দলের জার্সি গায়ে খেলা কেন কষ্টকর- এর উত্তরে তেভেজ জানান, ‘মেসি বর্তমান বিশ্ব ফুটবলে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। তার সঙ্গে আর্জেন্টাইন সতীর্থদের বেশ ভালো বোঝাপড়া রয়েছে। কিন্তু সে যে মাপের ফুটবলার তাতে তার সঙ্গে মানিয়ে নিতে আমাদের বেগ পেতে হয়। ’
রামিয়া বিশ্বকাপের বাছাইয়ে আর্জেন্টাইনরা মেসির অনুপস্থিতিতে পয়েন্ট টেবিলে পিছিয়ে থাকলেও জাতীয় দলে ফিরেই মেসি দলকে টানা দুই ম্যাচ জিতিয়েছেন। চিলির বিপক্ষে গোল না পেলেও দলকে সামনে থেকে নেতৃত্ব দেন পাঁচবারের ব্যালন ডি অর জয়ী তারকা। আর গত মঙ্গলবার বলিভিয়ার বিপক্ষে ম্যাচে পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনার হয়ে ৫০তম গোলের মাইলফলক স্পর্শ করেন মেসি। আলবেসেলিস্তারাও সে ম্যাচে জয় পায় ২-০ গোলে।
টানা দুই ম্যাচে দলকে জয় পাইয়ে দেওয়া মেসির অসাধারণ দক্ষতা বলে মনে করেন তেভেজ। নিজের দলপতি প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানান, ‘স্বাভাবিক ভাবে নিলে আপনি মেসির পাশে খুব ভালোভাবেই মানিয়ে নিতে পারবেন। কিন্তু, কিছু বিশেষ সময়ে তার পাশে মানিয়ে নিতে আমাদের বেগ পেতে হয়। খুব কঠিন হয়ে পড়ে তার পাশে খেলা চালিয়ে যেতে। আমরা মেসির পাশে থেকে ফুটবলটাই খেলি, তাই স্বাভাবিক ভাবেই মানিয়ে নেওয়া যায়। কিন্তু, সে যখন অন্য গ্রহের ফুটবল খেলে তখন তার পাশে খেলা সত্যিই কঠিন হয়। ’
মেসির প্রসঙ্গে এমন মন্তব্য করা তেভেজ বিশ্বকাপ বাছাইয়ের গত দুই ম্যাচে আর্জেন্টিনা স্কোয়াডে ছিলেন না। তবে, কোপা আমেরিকার শতবর্ষী আসরে আবারো মেসির পাশে খেলবেন বলে আশাবাদী তিনি। চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচে না থাকলেও বোকা জুনিয়র্সের তারকা এই ফুটবলার জানান, ‘আমার বিশ্বাস আর্জেন্টিনার আসন্ন স্কোয়াডে আমাকে ডাকা হবে। নিজের প্রতি আমার ৫০ শতাংশ আস্থা রয়েছে। বাকিটা দলের ম্যানেজমেন্টের উপর নির্ভর করছে। মেসিদের পাশে খেলার সুযোগ দেওয়া হলে আমি আমার সেরাটা দিয়ে আর্জেন্টাইনদের আরেকটি শিরোপা পাইয়ে দিতে সর্বোচ্চ চেষ্টা করব। ’
ক্লাব ক্যারিয়ারে ৫৭২ ম্যাচে ২৫৬ গোল করা ৩২ বছর বয়সী তেভেজ আর্জেন্টিনার জার্সি গায়ে খেলেছেন ৭৬ ম্যাচ। গত বছর দেশের হয়ে ১০টি ম্যাচ খেললেও কোনো গোলের দেখা পাননি তিনি। আর চলতি বছর কোনো ম্যাচেই তিনি আর্জেন্টিনার হয়ে মাঠে নামতে পারেননি।
বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, ০১ এপ্রিল ২০১৬
এমআর